‘মানুষের মতো দেখতে’ রোবট বিক্রির দোকান খুলল চীন, কিনতে ভীড় ক্রেতার

প্রযুক্তি বিশ্বে আরও এক ধাপ এগিয়ে চীন এবার মানুষের মতো দেখতে বিভিন্ন রোবট বিক্রির জন্য একটি বিশেষ দোকান খুলেছে। বেইজিংয়ের এই নতুন দোকানটির নাম ‘রোবট মল’। এখানে যান্ত্রিক দাস থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো দেখতে মানবসদৃশ রোবট বিক্রি করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, এটি চীনের প্রথম দিকের এমন একটি দোকান, যেখানে সাধারণ মানুষের ব্যবহারের জন্য হিউম্যানয়েড ও অন্যান্য রোবট পাওয়া যাচ্ছে।
শুক্রবার চালু হওয়া এই রোবট মলে ১০০টিরও বেশি ধরনের রোবট পণ্য বিক্রি হবে। অনেকে এই দোকানকে গাড়ির শোরুমের সঙ্গে তুলনা করছেন, কারণ এখানে রোবট বিক্রির পাশাপাশি খুচরা যন্ত্রাংশ ও মেরামতের পরিষেবাও দেওয়া হচ্ছে। রোবটগুলোর দাম দুই হাজার ইউয়ান (প্রায় ২৭৮ ডলার) থেকে শুরু হয়ে কয়েক লাখ ইউয়ান পর্যন্ত হতে পারে। দোকানটির পরিচালক ওয়াং ইফান বলেন, “যদি রোবটকে ঘরে ঘরে ব্যবহার করতে হয়, তবে কেবল রোবট নির্মাতা কোম্পানির ওপর নির্ভর করলে চলবে না।”
এআই ও রোবটে চীনের বিনিয়োগ
চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবট শিল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটি ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বয়স্ক জনসংখ্যার মতো সমস্যাগুলো মোকাবিলা করতে চাইছে। গত বছর এই খাতে চীন ২০ হাজার কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা দিয়েছে। নতুন এআই ও রোবট তৈরির কোম্পানিগুলোর জন্য ১ ট্রিলিয়ন ইউয়ানের তহবিল গঠনের পরিকল্পনাও করছে সরকার।
রোবট গেমস ও সম্মেলন
‘রোবট মল’ উদ্বোধনের পাশাপাশি বেইজিংয়ে পাঁচ দিনের ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স’ শুরু হয়েছে। এই সম্মেলনে ২০০টির বেশি দেশীয় ও বিদেশি কোম্পানি থেকে দেড় হাজারের বেশি প্রদর্শনী দেখানো হচ্ছে। এছাড়াও, আগামী ১৪ থেকে ১৭ আগস্ট প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’ আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে ২০টিরও বেশি দেশের দল নাচ, ফুটবল এবং অন্যান্য ইভেন্টে অংশ নেবে। এই পদক্ষেপগুলো রোবট প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন।