‘বহুল প্রতীক্ষিত’ রিপোস্ট ফিচার আনছে ইনস্টাগ্রাম, জেনেনিন কী হবে সুবিধে?

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম এবার দুটি নতুন ফিচার নিয়ে আসছে—‘রিপোস্ট’ এবং ‘বন্ধুদের ফিড’। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি বন্ধুদের পোস্ট শেয়ার করতে এবং শুধুমাত্র পরিচিত মানুষের কনটেন্ট দেখতে পারবেন। এই পরিবর্তনগুলো আপাতত যুক্তরাষ্ট্রে চালু হলেও, পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

অনেকদিন ধরেই অন্যান্য সামাজিক মাধ্যমে রিপোস্ট ফিচার থাকলেও ইনস্টাগ্রামে এটি আনুষ্ঠানিকভাবে ছিল না। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অন্য কারও ছবি বা ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করতে পারবেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, রিপোস্ট করা ছবি বা ভিডিও ব্যবহারকারীর মূল প্রোফাইল গ্রিডে দেখা যাবে না, বরং একটি আলাদা ‘রিপোস্ট’ ট্যাবে থাকবে। এটি ব্যবহারকারীদের জন্য পাবলিক রিল বা পোস্ট সহজে শেয়ার করার সুযোগ তৈরি করবে।

ইনস্টাগ্রাম টিকটকের মতো আরেকটি জনপ্রিয় ফিচার চালু করতে চলেছে, যার নাম ‘বন্ধুদের ফিড’। এটি একটি আলাদা ট্যাব, যেখানে ব্যবহারকারীরা শুধুমাত্র তাদের বন্ধু তালিকায় থাকা অ্যাকাউন্টগুলোর রিলস ও পোস্ট দেখতে পারবেন। এই ফিডে বন্ধুদের লাইক বা কমেন্ট করা পোস্টও দেখানো হবে। তবে ব্যবহারকারী চাইলে এই অপশনটি বন্ধ করে দিতে পারবেন।

২০২০ সালে টিকটকের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে ইনস্টাগ্রাম রিলস চালু করে। এরপর থেকে রিলস অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। নতুন এই ফিচারগুলোও সেই একই কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রাম তাদের নিউজফিড নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছে। তাই তারা এমন কনটেন্ট দেখাতে চাইছে, যা ব্যবহারকারীদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক। রাজনৈতিক কনটেন্টের গুরুত্ব কমিয়ে বন্ধুদের পোস্টকে অগ্রাধিকার দেওয়াও সেই কৌশলেরই অংশ।