Google-থেকে ChatGPT চ্যাটিং সরিয়ে ফেলছে ওপেনএআই, নেওয়া হলো উদ্যোগ

মার্কিন সার্চ জায়ান্ট গুগল থেকে তাদের চ্যাটবট চ্যাটজিপিটির কথোপকথন বা চ্যাটিং সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে নির্মাতা ওপেনএআই। এআই-নির্ভর এই কোম্পানিটি এমন একটি ফিচার গুগল থেকে প্রত্যাহার করছে, যা শেয়ার করা চ্যাটজিপিটির বিভিন্ন আলাপকে গুগলের মতো সার্চ ইঞ্জিনের ফলাফলে প্রদর্শন করত। প্রাথমিকভাবে এই ফিচারটি ‘স্বল্পমেয়াদি পরীক্ষা’ হিসেবে চালু করা হয়েছিল, যেখানে ব্যবহারকারীরা চ্যাটবটের লিংক তৈরি করার অপশন ব্যবহার করতে পারতেন বলে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে।
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ও জনরোষ
ব্যবহারকারীদের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর ওপেনএআইয়ের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা ডেন স্টুকি বলেছেন, তারা এখন সেইসব কথোপকথনকে সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে নেওয়ার কাজ করছেন। জনসাধারনের ক্ষোভের সূত্রপাত হয় এ সপ্তাহের শুরুতে প্রকাশিত ‘ফাস্ট কোম্পানি’র এক প্রতিবেদন থেকে। ফাস্ট কোম্পানি দাবি করেছিল যে, তারা গুগল সার্চে হাজার হাজার চ্যাটজিপিটি চ্যাটিং খুঁজে পেয়েছে। সার্চে ওঠা বিভিন্ন চ্যাটিংয়ে সরাসরি কোনো ব্যক্তিগত পরিচয় প্রকাশ না পেলেও, কিছু আলাপে এমন নির্দিষ্ট তথ্য ছিল, যা দেখে সম্ভবত ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করা যেত। ফলে এ ঘটনায় ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।
হ্যাকিং নয়, ব্যবহারকারীর অজ্ঞতাই মূল কারণ
তবে, এটি কোনো হ্যাকিং বা তথ্য ফাঁসের ঘটনা নয়। বিষয়টি সম্পূর্ণভাবে ব্যবহারকারীদের বেছে নেওয়া একটি অপশনের সঙ্গে জড়িত ছিল। ব্যবহারকারীরা যখন চ্যাটজিপিটিতে কোনো শেয়ার করার লিংক তৈরি করতেন, তখন ‘Make this chat discoverable’ নামের একটি বক্স আসত। এই অপশনটি টিক দিলে সেই চ্যাট সার্চ ইঞ্জিনে দেখা যেত। এই অপশনের নিচে ছোট ও হালকা রঙের অক্ষরে লেখা থাকত ‘Allow it to be shown in web searches’, অর্থাৎ ব্যবহারকারী নিজে ইচ্ছা করে সেই বক্সে টিক না দিলে চ্যাটটি সার্চ ইঞ্জিনে যেত না।
তবে অনেকে অভিযোগ করছেন যে, এই ব্যাখ্যাটি পরিষ্কারভাবে বোঝানো হয়নি। ফলে কিছু ব্যবহারকারী না বুঝেই সেই বক্সে টিক দিয়েছিলেন। ফাস্ট কোম্পানি বলেছে, অনেক ব্যবহারকারী সেই লিংক তৈরি করেছিলেন কেবল মেসেজিং অ্যাপে শেয়ার করার জন্য বা পরে সহজে ফিরে যাওয়ার উপায় হিসেবে। অর্থাৎ, অনেকে চাইতেন লিংক থাকুক, তবে সেটি যেন সার্চ ইঞ্জিনে প্রকাশ না হয়।
‘পাবলিক ডিসকভারিবিলিটি’ ফিচার প্রত্যাহার
বর্তমানে ‘পাবলিক ডিসকভারিবিলিটি’ অপশনটি সরিয়ে ফেলা হয়েছে। ফলে নতুন করে কেউ তাদের চ্যাটজিপিটি আলাপ শেয়ার করলে তা আর গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে দেখা যাবে না। ফাস্ট কোম্পানি’র প্রতিবেদনে শুরুতে এই ফিচারকে ‘যথেষ্ট স্পষ্ট’ বলে বর্ণনা করেছিলেন ডেন স্টুকি। তবে জনমতের চাপ বাড়ার পর ওপেনএআই নিজেদের সিদ্ধান্ত বদলায়।
বৃহস্পতিবার স্টুকি বলেছেন, “শেষ পর্যন্ত আমরা মনে করি, ফিচারটি অনেক বেশি সুযোগ তৈরি করছিল মানুষদের জন্য ভুল করে এমন কিছু শেয়ার করার, যা তারা আসলে শেয়ার করতে চাননি। ফলে আমরা অপশনটি সরিয়ে দিচ্ছি।”
এই সিদ্ধান্ত ওপেনএআইয়ের গ্রাহক গোপনীয়তার প্রতি আরও অঙ্গীকারবদ্ধ হওয়ার ইঙ্গিত দেয়, যদিও ফিচারটি সম্পর্কে প্রাথমিক ব্যাখ্যায় স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে।