জানা গেলো আইফোন ১৭ প্রো-এর ডিজাইন, জেনেনিন এবার ক্যামেরা কেমন হবে?

সেপ্টেম্বরেই বাজারে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অ্যাপলের আইফোন। সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে আইফোন ১৭ সিরিজের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।
ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অথবা ১০ সেপ্টেম্বর (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের মোবাইল বাজারে আনতে পারে। সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে।
তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭ প্রো-এর দাম, ফিচার, ডিজাইন, ক্যামেরার তথ্য ফাঁস হয়েছে সম্প্রতি। আইফোন ১৭ প্রো মডেলটি সব মডেলগুলোর মধ্যে অন্যতম সেরা একটি স্মার্টফোন হতে চলেছে। বিশেষ করে এই মডেলটিকে ঘিরে টেকপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।
আইফোন ১৭ প্রো ফোনটিতে একাধিক দুর্দান্ত ফিচারের সুবিধা পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ফোনটির সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় তথ্যও ফাঁস হয়ে গিয়েছে যা, এই ফোনটির প্রতি টেকপ্রেমীদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।
প্রো মডেলগুলোর পেছনে একটি ভাইজারের মতো ক্যামেরা আইল্যান্ড থাকবে বলে মনে করা হচ্ছে যা ফোনের উপরের অর্ধেক অংশ জুড়ে থাকবে। একজন এক্স ব্যবহারকারীর পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। একটি পোস্টে, ব্যবহারকারী @Skyfops ক্যাপশন সহ একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি দুটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি এইমাত্র একটি পরীক্ষামূলক ডেভেলপমেন্ট আইফোন দেখতে পেয়েছি।
দুটি ছবির একটিতে একজন ব্যক্তিকে একটি অচেনা আইফোন ধরে থাকতে দেখা যাচ্ছে যার সঙ্গে আইফোন ১৬ প্রো বলে মনে হচ্ছে কিন্তু অ্যাপলের লোগো লুকিয়ে আছে। অচেনা এই ডিভাইসটির পেছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে যা বর্তমান মডেলগুলোর মতোই। তবে যা আলাদা তা হলো ফ্ল্যাশ এবং এলআইডিএআর সেন্সরের অবস্থান।
আইফোন ১৬ প্রো মডেলগুলোতে, উভয়ই বাম দিকে ক্যামেরা রিংগুলোর উপরে এবং নিচে অবস্থিত। এদিকে এগুলোকে কথিত পরীক্ষামূলক আইফোনের পেছনের ডানদিকে স্থাপন করা দেখা যায়। তবে এই জল্পনায় আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটেছে ব্লুমবার্গের মার্ক গুরম্যান লিখেছেন, ‘বাহ। এটি বৈধ দেখাচ্ছে’, এই পোস্টের পর।
অ্যাপলের আসন্ন আইফোন ১৭ প্রো মডেলটিতে দুর্দান্ত ক্যামেরা সংক্রান্ত আপগ্রেডের সুবিধা পাওয়া যেতে পারে। এর মধ্যে একটি সম্পূর্ণ নতুন টেলিফোটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মিলতে পারে একটি প্রফেশনাল ক্যামেরা অ্যাপ্লিকেশন। ফোনটিতে নতুন ডিজাইনের ফিজিক্যাল কন্ট্রোলের সুবিধাও প্রদান করতে পারে অ্যাপল।
আইফোন ১৭ প্রো মডেলটিকে ৮X পর্যন্ত অপটিক্যাল জুমের সুবিধা সহ একটি টেলিফোটো লেন্সের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এছাড়াও এই লেন্সটি মুভেবল হতে চলেছে বলে জানা গিয়েছে। ফিক্সড জুমের পরিবর্তে এটি ফোকাল লেন্থের উপর ধারাবাহিকভাবে অপটিক্যাল জুমের সুবিধা অফার করবে।