Windows 10-এর জন্য বন্ধ হচ্ছে ‘অফিস’-এর নতুন ফিচার, জেনেনিন কেন?

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য এক বড় দুঃসংবাদ নিয়ে এসেছে মাইক্রোসফট। আগামী ২০২৬ সালের আগস্ট মাস থেকে এই অপারেটিং সিস্টেমে ‘মাইক্রোসফট অফিস’ অ্যাপের নতুন কোনো ফিচার আর পাওয়া যাবে না। যদিও চলমান অ্যাপগুলোর জন্য ২০২৮ সালের অক্টোবর মাস পর্যন্ত নিরাপত্তা আপডেট মিলবে, তবে পরের বছর থেকেই নতুন ফিচারের সরবরাহ ধীরে ধীরে বন্ধ করে দেবে টেক-জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি বিষয়ক সাইট ‘ভার্জ’-এর প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট ৩৬৫-এর ‘পার্সোনাল’ এবং ‘ফ্যামিলি প্ল্যান’ ব্যবহারকারীরা ২০২৬ সালের আগস্টের পর থেকে উইন্ডোজ ১০-এ অফিসের নতুন ফিচারগুলো আর উপভোগ করতে পারবেন না।

এছাড়াও, উইন্ডোজ ১০-এ মাইক্রোসফট অফিসের মাসিক ‘এন্টারপ্রাইজ চ্যানেল’ ব্যবহারকারীদের জন্য ২০২৬ সালের ১৩ই অক্টোবর থেকে নতুন ফিচার সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে কোম্পানিটি। একইভাবে, ‘সেমি-এন্টারপ্রাইজ চ্যানেল’ ব্যবহারকারীদের জন্যও ২০২৭ সালের ১২ই জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।

চলতি বছরের শুরুতে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এ অফিস অ্যাপের জন্য নিরাপত্তা আপডেট দিতে বাধ্য হয়েছিল। তবে সেসময় ২০২৬ সাল থেকে ফিচারগুলো বন্ধ করে দেওয়া হবে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে, মাইক্রোসফট ৩৬৫-এর সর্বশেষ ফিচারগুলো পেতে ব্যবহারকারীদের এখন উইন্ডোজ ১১-তে আপগ্রেড করতে হবে।

উল্লেখ্য, উইন্ডোজ ১০-এর মেয়াদ আগামী ১৪ই অক্টোবর (২০২৫) শেষ হতে চলেছে। তবে, মাইক্রোসফট ২০২৮ সালের ১০ই অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০-এর অফিস অ্যাপে নিরাপত্তা আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে, যা ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে।

অক্টোবরে ‘সাপোর্ট কাটঅফ’ শেষ হওয়ার আগেই উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-তে স্থানান্তরের জন্য মাইক্রোসফট জোর প্রচেষ্টা চালাচ্ছে। উইন্ডোজ ১১ ইতিমধ্যেই সবচেয়ে বেশি ব্যবহৃত ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০-কে ছাড়িয়ে গেলেও, এখনও লাখ লাখ ডিভাইসে উইন্ডোজ ১০ চলছে।

মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য একটি অতিরিক্ত সুবিধা রেখেছে: যারা উইন্ডোজ ব্যাকআপ চালু করবেন, তারা কোনো অতিরিক্ত পয়সা খরচ না করেই আরও এক বছর নিরাপত্তা আপডেট পেতে পারবেন। এই পদক্ষেপগুলো উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-তে স্থানান্তরিত হতে উৎসাহিত করবে বলেই মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।