ইউটিউবের যে নিয়ম বদলে যাচ্ছে আজ থেকে, দেখেনিন এক নজরে

ইউটিউব আগামী ১৫ জুলাই থেকে তাদের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো, প্ল্যাটফর্মে ভালো কাজ করা ইউটিউবারদের সুরক্ষা দেওয়া এবং এর অপব্যবহার বন্ধ করা। যে সমস্ত ইউটিউবার অন্যের ভিডিও বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি করা কনটেন্ট আপলোড করে অনৈতিকভাবে আয় করছেন, তাদের রুখতেই এই পদক্ষেপ নিচ্ছে গুগল পরিচালিত এই ভিডিও প্ল্যাটফর্ম।
কেন এই পরিবর্তন?
সম্প্রতি দেখা গেছে, অনেক ইউটিউবারই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও পুনরায় আপলোড করছেন এবং সেখান থেকে আয় করছেন। শুধু তাই নয়, কিছু ইউটিউবার অন্য নির্মাতাদের তৈরি করা ভিডিও কিংবা AI-জেনারেটেড কনটেন্ট আপলোড করেও অর্থ উপার্জন করছেন। এই ধরনের অন্যায্য কার্যকলাপ প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা এবং আসল কনটেন্ট নির্মাতাদের অধিকারকে খর্ব করছে।
এই ধরনের অসাধু কাজ বন্ধ করতে এবং ইউটিউবের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
নতুন নিয়মে যা থাকছে:
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইউটিউব পার্টনার প্রোগ্রাম” সব সময় ইউটিউবারদের নিজেদের বানানো ভিডিও প্ল্যাটফর্মে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম প্রায়শই লঙ্ঘিত হচ্ছে। তাই আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও সংস্থা কর্তৃক মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে।
এই নতুন নিয়মের ফলে যারা আসল কনটেন্ট ক্রিয়েটর, তারা লাভবান হবেন। অন্যদিকে, যারা এতদিন অসাধু উপায়ে অন্যের কনটেন্ট চুরি করে আয় করছিলেন, তাদের আয়ের পথ বন্ধ হবে। এটি প্ল্যাটফর্মে একটি স্বচ্ছ এবং ন্যায্য পরিবেশ তৈরি করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।