Gemeni-এখন ছবি থেকে ভিডিও বানাতে পারবে, জেনেনিন ব্যবহারের খরচ কত?

গুগলের এআই চ্যাটবট জেমিনিতে এবার যুক্ত হলো নতুন ‘ইমেজ-টু-ভিডিও জেনারেটর’ ফিচার। গুগলের ‘ভিও ৩’ (Video-3) মডেলের মাধ্যমে চালিত এই ফিচারটি ব্যবহার করে এখন যেকোনো ছবিকে ৮ সেকেন্ডের ভিডিওতে রূপান্তর করা যাবে, সঙ্গে থাকবে শব্দও।
প্রাথমিকভাবে গত সপ্তাহে গুগলের ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবারদের জন্য সীমিতভাবে এটি চালু করার পর, এখন ‘এআই প্রো’ ব্যবহারকারীদের জন্যও ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
জেমিনির ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ব্যবহার করতে চাইলে প্রথমে প্রম্পট বারের ‘টুল’ অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ভিও ৩’ মডেল ব্যবহার করে বর্তমানে ৭২০পি রেজোলিউশনের আট সেকেন্ডের ক্লিপ তৈরি করা যাবে। ব্যবহারকারীর প্রম্পট অনুযায়ী জেমিনি ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে ভিডিও বানিয়ে দেবে।
তবে, বর্তমানে এটি টিকটকের ‘এআই অ্যালাইভ’ ফিচারের মতো সামাজিক মাধ্যমে ব্যবহারের জন্য ততটা দুর্দান্ত নাও হতে পারে। কিন্তু এই ‘ভিও ৩’ মডেলের একটি বিশেষত্ব হলো, এটিই একমাত্র মডেল যা ভিডিওর সঙ্গে অডিও সিঙ্ক্রোনাইজ করতে পারে।
গুগলের এআই ফিল্ম তৈরির অ্যাপ ‘ফ্লো’-তেও ‘ভিও ৩’ এর এই ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ফিচার ব্যবহার করা যাবে। বর্তমানে ‘ভিও ৩’ বিশ্বের ৭৫টি দেশের জন্য উন্মুক্ত হয়েছে।
জেমিনি অ্যাপের মাধ্যমে ছবি থেকে ভিডিও তৈরি করার এই সুবিধা বর্তমানে ওয়েব সংস্করণেও পাওয়া যাচ্ছে। গুগল আশা করছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ মোবাইল ব্যবহারকারীরাও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
খরচ কত?
এই নতুন ফিচারটি ব্যবহার করতে হলে আপনাকে গুগলের এআই সাবস্ক্রিপশন নিতে হবে। ‘গুগল এআই প্রো’ দিয়ে ফিচারটি ব্যবহার করলে প্রতি মাসে ২০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭০ টাকা) খরচ হবে। আর ‘এআই আল্ট্রা’ দিয়ে ব্যবহার করতে চাইলে ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৮৫০ টাকা) এর মাসিক সাবস্ক্রিপশন কিনতে হবে।