Gmeni-এবার ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে সহজেই, জেনেনিন করবেন কিভাবে?

গুগলের এআই চ্যাটবট জেমিনিতে যুক্ত হলো এক দুর্দান্ত নতুন ফিচার! এখন আপনি যেকোনো স্থির ছবিকে মাত্র ৮ সেকেন্ডের ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন, আর সেটাও শব্দসহ! আগে থেকেই গুগলের কাছে এই ভিডিও টুল থাকলেও, এবার সেটি তাদের এআই প্ল্যাটফর্ম জেমিনিতে সরাসরি যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত খুলে গেল।
নতুন এই ‘ফটো টু ভিডিও’ ফিচারটি গুগলের শক্তিশালী ভিও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের যেকোনো রেফারেন্স ছবিকে সম্পূর্ণ এআই-জেনারেটেড আট সেকেন্ডের ভিডিওতে পরিণত করতে পারবেন। শুধু তা-ই নয়, চাইলে ভিডিওতে অডিও, ব্যাকগ্রাউন্ড নয়েজ, পরিবেশগত শব্দ এবং কথোপকথনও যোগ করার সুবিধা থাকছে।
তৈরি হওয়া ভিডিওগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফর্ম্যাটে এমপি৪ ফাইল হিসেবে পাওয়া যাবে। আপনার ফোনে তোলা যেকোনো ছবি, বা এমনকি হাতে আঁকা কোনো ছবিও এখন সহজেই ভিডিওতে রূপান্তর করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
এই ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। প্রথমে জেমিনির প্রম্পট বক্সের টুল মেনু থেকে ‘ভিডিওজ’ সিলেক্ট করতে হবে এবং আপনার পছন্দের ছবিটি আপলোড করতে হবে। এরপর প্রম্পটে ভিডিও ও অডিওর একটি বিস্তারিত বিবরণ লিখে দিলেই কেল্লা ফতে! আপনার মনের মতো ভিডিও তৈরি হয়ে যাবে, যা আপনি নিজের ইচ্ছেমতো শেয়ার বা ডাউনলোড করতে পারবেন।
তবে আপাতত এই ফিচারটি কেবল গুগল এআই আল্ট্রা এবং প্রো ইউজারদের জন্য উপলব্ধ। প্রাথমিকভাবে ওয়েব সংস্করণে এটি চালু হলেও, খুব শীঘ্রই এটি ফোনের জেমিনি ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসা হবে। এই নতুন ফিচার ছবি এবং ভিডিও তৈরির ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।