Realme 15 Pro-ফোনে থাকবে একাধিক AI ফিচার, থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর

লঞ্চের অপেক্ষায় Realme 15 সিরিজ: গেমার ও ফটোগ্রাফি প্রেমীদের জন্য বিশেষ চমক!
কলকাতা, ১০ই জুলাই, ২০২৫: অবশেষে অপেক্ষার পালা শেষ! এই মাসের ২৪ তারিখে বাজারে আসছে Realme-এর নতুন ১৫ সিরিজ। এই সিরিজের অধীনে বেস মডেল Realme 15 এবং প্রো মডেল Realme 15 Pro লঞ্চ হবে বলে জানা গেছে। বিশেষ করে Realme 15 Pro মডেলটি ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্বে বেশ আলোড়ন ফেলেছে। এতে থাকছে নতুন ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, এবং গেমারদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় ফিচার।

Realme 15 Pro: গেমারদের নতুন সঙ্গী?
Realme 15 Pro স্মার্টফোনটি গেমিং ভালোবাসেন এমন ব্যবহারকারীদের জন্য বিশেষ ভাবে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে থাকছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এর ১+৩+৪ কোর স্ট্রাকচারে সর্বোচ্চ ক্লক স্পিড পাওয়া যাবে ২.৮ গিগাহার্টজ পর্যন্ত, যা নিশ্চিত করবে মসৃণ গেমিং অভিজ্ঞতা।

গেমারদের জন্য আরও চমক হিসেবে থাকছে জিটি বুস্ট ৩.০ ফিচার, যার মাধ্যমে জনপ্রিয় গেম যেমন BGMI-তে ১২০এফপিএস (FPS) মোড ব্যবহার করা যাবে। এছাড়াও, এআই গেমিং কোচ ২.০ রিয়েল-টাইমে গেম খেলার সময় গাইড করবে, আর এআই আল্ট্রা টাচ কন্ট্রোল ফাস্ট-অ্যাকশন গেমের সময় স্ক্রিন রেসপন্স আরও নিখুঁত করবে। এই ফিচারগুলি নিঃসন্দেহে গেমারদের মন জয় করে নেবে।

ফটোগ্রাফি ও ডিসপ্লেতে উদ্ভাবন
ফটোগ্রাফি ভালোবাসেন এমন ব্যবহারকারীদের জন্যও Realme 15 Pro-তে বিশেষ কিছু থাকছে। এতে মিলবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ—একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

সামনের দিকে থাকবে একটি আকর্ষণীয় ১.৫কে অ্যামোলেড প্যানেল যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। যদিও ডিসপ্লে সাইজ এখনও জানা যায়নি, তবে এমন একটি ডিসপ্লে নিঃসন্দেহে ভিউইং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে থাকছে বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এআই এডিটিং টুল: ভয়েস কমান্ডে ছবি এডিট!
সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে একটি হলো AI Edit Genie। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, Realme 15 এবং Realme 15 Pro উভয় ফোনেই এই ভয়েস-ভিত্তিক ফটো এডিটিং টুল থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের সাহায্যে ছবি ক্রপ বা কালার অ্যাডজাস্টমেন্টের মতো কাজ করতে পারবেন। এটি ছবি এডিটিংকে আরও সহজ এবং দ্রুত করে তুলবে।

রঙিন বিকল্পে নতুন সিরিজ
কালার অপশনের ক্ষেত্রেও Realme তাদের ব্যবহারকারীদের জন্য একাধিক বিকল্প নিয়ে আসছে। Realme 15 Pro পাওয়া যাবে ফ্লোয়িং সিলভার, ভেলভেট গ্রিন এবং সিল্ক পার্পল কালারে। অন্যদিকে, Realme 15 হ্যান্ডসেটটি সিল্ক পিঙ্ক, ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন অপশনে পাওয়া যাবে।