WhatsApp-এ নতুন সুবিধা, সহজে করা যাবে এখন এই কাজ, জেনেনিন বিস্তারিত

মেসেজিং অ্যাপের দুনিয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা প্রশ্নাতীত। শুধু তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান নয়, জরুরি ফাইল পাঠানো থেকে শুরু করে মিটিং, এমনকি চ্যানেল চালানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও এই প্ল্যাটফর্মে হয়। কিন্তু অনেক সময় জরুরি ফাইল স্ক্যান করে পাঠানোর প্রয়োজন পড়ে, আর হাতের কাছে স্ক্যানার না থাকলে বা ভ্রমণের সময় চাইলেও তা সম্ভব হয়ে ওঠে না। তবে এখন আর চিন্তা নেই! আপনার ফোনের ক্যামেরাকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপেই সরাসরি নথিপত্র স্ক্যান করার ফিচার নিয়ে এসেছে তারা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর, iOS ব্যবহারকারীরা আগেই পেয়েছেন!

হোয়াটসঅ্যাপ তাদের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে একটি নতুন ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ফিজিক্যাল ডকুমেন্ট সরাসরি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে পাঠাতে পারবেন, কোনো থার্ড-পার্টি অ্যাপের দরকার পড়বে না। যদিও এই সুবিধা আইওএস (iOS) ব্যবহারকারীরা কয়েক মাস আগেই পেয়েছেন, এবার অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্যেও এটি চালু করা হয়েছে।

যেসব অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারী ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করছেন, তারা এরই মধ্যে এই নতুন ফিচারটি পেয়ে চমকে গেছেন। যদিও পরবর্তী সময়ে আরও সাম্প্রতিক আপডেটের ক্ষেত্রেই এখনো পরীক্ষামূলকভাবে এই ফিচার মিলছে। অনেকেই জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে একেবারে নতুন ভার্সন ডাউনলোড করেও তারা এই ফিচার ব্যবহার করতে পারছেন।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
এই নতুন ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচারটি আপনার হোয়াটসঅ্যাপের ‘অ্যাটাচমেন্ট’ মেনুতে পাওয়া যাবে। সাধারণত যেখানে ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশন থাকে, সেখানেই এটি যুক্ত হয়েছে।

নতুন ফিচারে ট্যাপ করলেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্যামেরা খুলে যাবে।

এবার আপনি সরাসরি নথিপত্র স্ক্যান করতে পারবেন।

এখানে ম্যানুয়াল (Manual) এবং অটো (Auto), দুটি অপশন রয়েছে।

ম্যানুয়াল অপশনে আপনি নিজের ইচ্ছেমতো স্ন্যাপ (ছবি) নেওয়ার সময় বেছে নিতে পারবেন।

অন্যদিকে, অটো অপশনে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্ট ঠিকঠাক চিহ্নিত করে নিজেই স্ক্যান করে নেবে।

ছবি তোলার পর দ্রুত সেই ইমেজ প্রসেস করে পিডিএফ ফরম্যাটও বানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। ফলে জরুরি প্রয়োজনে কাউকে কোনো নথি পাঠাতে হলে সময় একেবারেই নষ্ট হবে না। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য ডকুমেন্ট আদান-প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে, যা দৈনন্দিন কাজেকর্মে এক নতুন মাত্রা যোগ করবে।