“আমেরিকান কোম্পানিগুলোরই ক্ষতি করছে”-মার্কিন চিপ নীতিকে ‘ব্যর্থ’ বললেন এনভিডিয়া প্রধান

যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং মার্কিন প্রশাসনের চিপ নীতিকে ‘ব্যর্থ’ বলে কঠোর সমালোচনা করেছেন। তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত বার্ষিক ‘কমপিউটেক্স’ সম্মেলনের এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, চীনে উন্নত কম্পিউটার চিপ রপ্তানিতে বাধা দেওয়ার যে নিয়ম যুক্তরাষ্ট্র করেছে, তা উল্টো আমেরিকান বিভিন্ন কোম্পানিরই ক্ষতি করছে।
হুয়াংয়ের এই মন্তব্য এসেছে ট্রাম্প প্রশাসন কর্তৃক চীনে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার নিয়ম বাতিল এবং অন্যান্য কয়েক ডজন দেশে বিক্রি সীমিত করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই। জো বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থার শেষ দিকে এসব সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে এনভিডিয়ার মতো বিভিন্ন টেক কোম্পানি তীব্র আপত্তি জানিয়েছিল।
ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন যুক্তরাষ্ট্র সেমিকন্ডাক্টর বা চিপ সংক্রান্ত পণ্যের রপ্তানির ওপর নিয়ন্ত্রণ দিতে শুরু করে। তাদের যুক্তি ছিল, এই প্রযুক্তি চীনা সরকারের সঙ্গে জড়িত কোম্পানির হাতে গেলে তা সামরিক কাজে ব্যবহার হতে পারে। পরবর্তীতে বাইডেন প্রেসিডেন্ট হলে তার প্রশাসন এসব নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে আরোপ করে।
মঙ্গলবার (২০ মে, ২০২৫) হুয়াং বলেছেন, বাইডেনের চার বছরের প্রশাসনে চীনের বাজারে এনভিডিয়ার শেয়ার ৯৫ শতাংশ থেকে কমে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। তিনি দাবি করেছেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো বিভিন্ন চীনা কোম্পানিকে নিজেদের তৈরি বিকল্পের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে এই শিল্পে চীনা বিনিয়োগ বেড়েছে।
হুয়াং সরাসরি বলেছেন, “এআই চিপ রপ্তানির নিয়ম যে মৌলিক ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেগুলো আসলে ভুল প্রমাণিত হয়েছে।”
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের এসব মন্তব্য যুক্তরাষ্ট্রে চলমান এক বিতর্কেরই প্রতিফলন। এই বিতর্কে বিশ্বজুড়ে ব্যবসার স্বার্থ এবং অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে চীনের সঙ্গে চলমান মার্কিন উত্তেজনার মধ্যে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ব্যাপকহারে বাণিজ্য শুল্ক আরোপে নেতৃত্ব দিয়েছেন, যদিও প্রযুক্তি শিল্পের প্রতি তার দৃষ্টিভঙ্গি মিশ্র ছিল। কারণ, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় তিনি এই শিল্প থেকে গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলেন।
বাইডেন যুগের কঠোর নিয়মটি ট্রাম্পের বাতিল করার সিদ্ধান্তে এনভিডিয়া এবং সৌদি আরবসহ অন্যান্য দেশের মধ্যে এআই চুক্তি করা সহজ হয়েছে। এই চুক্তিটি মধ্যপ্রাচ্য সফরের সময় ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে, হোয়াইট হাউস অন্যান্য উপায়ে বিধিনিষেধ আরও কঠোর করেছে, যাতে মার্কিন বিভিন্ন কোম্পানি নতুন কোনো কোম্পানিকে, বিশেষ করে চীনকে উন্নত প্রযুক্তি বিক্রি করতে না পারে। এনভিডিয়া প্রধানের এই মন্তব্য বিশ্ব চিপ বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।