WhatsApp-এর ছবি-ফাইল ডাউনলোড হবে না সহজে, নিতে হবে প্রেরকের পারমিশন

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করে থাকে। ব্যক্তিগত বার্তালাপ থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান – সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের ব্যবহার এখন অপরিহার্য। তবে, অনেক সময়ই অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে ফোনের ডেটা ও স্টোরেজ নষ্ট করে ফেলে। এই সমস্যা সমাধানের জন্য মেটা এবার একটি যুগান্তকারী ফিচার নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে।

ডেটা ও স্টোরেজ বাঁচাবে নতুন ফিচার
বর্তমানে, হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয় না যদি সেই অপশন বন্ধ রাখা হয়। কিন্তু ব্যবহারকারী যখন কোনো ছবি বা ভিডিও দেখতে সেটিতে ক্লিক করেন, তখন তা ডাউনলোড হয়ে যায় এবং একইসাথে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। এর ফলে না চাইতেও ডেটা এবং স্টোরেজ উভয়ই নষ্ট হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই মেটা নতুন এই ফিচারটি নিয়ে আসছে।

প্রেরকের হাতেই থাকছে নিয়ন্ত্রণ
আসন্ন এই ফিচারের মাধ্যমে, প্রেরকই ঠিক করতে পারবেন যে তিনি যে ছবি বা ভিডিও পাঠাচ্ছেন, তা প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না। অর্থাৎ, প্রেরকের ইচ্ছানুযায়ী প্রাপক কেবলমাত্র ছবি বা ভিডিওটি দেখতে পারবেন, কিন্তু সেটি তার ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে না। এটি একদিকে যেমন ব্যবহারকারীদের ডেটা বাঁচাবে, তেমনই ছবি ও ভিডিওর অনাকাঙ্ক্ষিত অপব্যবহার কমাতেও সাহায্য করবে।

প্রাথমিকভাবে ছবি ও ভিডিওর ক্ষেত্রে এই ফিচার চালু হলেও, জানা যাচ্ছে যে পরবর্তীতে টেক্সট বার্তার ক্ষেত্রেও এই নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হতে পারে। এর ফলে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্যের নিরাপত্তা আরও বাড়বে। খুব শীঘ্রই এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া