Motorola: নতুন ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা, এআই ও ডুয়াল ক্যামেরা নিয়ে বাজিমাত!

স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডগুলো ফোল্ডেবল ফোনের বাজারে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই প্রতিযোগিতায় নতুন চমক নিয়ে এলো জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা মটোরোলা। তাদের রেজর সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন মটোরোলা রেজর ৬০ আলট্রা (Motorola Razr 60 Ultra) বাজারে এসেছে, যা ‘ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন’ হিসেবে পরিচিত।
ডিজাইন ও ডিসপ্লে: ঝিনুকের মতো দেখতে, শক্তিশালী সুরক্ষা
মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনটি ভাঁজ করা অবস্থায় দেখতে অনেকটা ঝিনুকের মতো, তাই একে ‘ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন’ বলা হচ্ছে। ভাঁজ করা অবস্থায় এর কভার ডিসপ্লে মাত্র ৪ ইঞ্চির, যা QuickView ডিসপ্লে নামে পরিচিত। আর ফোনটি খোলা অবস্থায় এর ইনার ডিসপ্লে ৭ ইঞ্চির (6.96-inch pOLED LTPO)। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস সিরামিক প্রোটেকশন লেয়ার, যা ইনার ডিসপ্লের উপরও কাজ করবে। উভয় ডিসপ্লেতেই 165Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে, যা মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স দেবে।
ক্যামেরা ও এআই ফিচার: ৫০ মেগাপিক্সেল সেন্সর ও ডেডিকেটেড এআই বাটন
ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে রয়েছে চমক। মটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনটিতে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে রিয়ারে (50MP primary sensor with OIS and a 50MP ultra-wide sensor)। এছাড়াও, ইনার ডিসপ্লেতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।
এই ফোল্ডেবল ফোনটিতে একটি বিশেষ ‘মটো এআই কি’ (Moto AI Key) যুক্ত করা হয়েছে, যা ডিভাইসের বাঁদিকের সাইডে অবস্থিত। এই বাটনের সাহায্যে যাবতীয় এআই ফিচারগুলোর নাগাল পাওয়া যাবে। ফোনটিতে অত্যাধুনিক কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট (Snapdragon 8 Elite) চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ১৬ জিবি র্যামের (16GB LPDDR5X RAM) সাথে যুক্ত। এটি এই ফোনকে অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স দেবে।
ব্যাটারি ও চার্জিং: ৪৭০০ এমএএইচ এবং ফাস্ট চার্জিং
মটোরোলা তাদের রেজর সিরিজের এই ফোল্ডেবল ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি (4700 mAh battery) যোগ করেছে। এতে ওয়্যারড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং (68W wired and 30W wireless fast charging) সাপোর্ট রয়েছে, যার ফলে দ্রুত সময়ে ব্যাটারি চার্জ করা সম্ভব। এছাড়া, এই ফোনে রিভার্স চার্জিং (5W reverse charging) ফিচারের সাপোর্টও রয়েছে।
অন্যান্য ফিচার ও দাম
মোটোরোলা রেজর ৬০ আলট্রা একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস (IP48 rated)। এতে ফেস আনলক ফিচারও রয়েছে। ফোনটি তিনটি ভিন্ন রঙে লঞ্চ হয়েছে, যার সাথে ফোনের ব্যাক প্যানেলে পাওয়া যাবে উড (Mountain Trail), ভেগান লেদার (Rio Red) এবং আলকানতারা (Scarab Green) ফিনিশ।
ভারতে মটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।
(সূত্র: গিজমোরচায়না, গ্যাজেটস 360, 91Mobiles)