WhatsApp-এ আসা ফাইল ডাউনলোড না করেই পড়া যাবে, শিগ্রই আসছে নয়া ফিচার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। এবার শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে, যার সাহায্যে ডকুমেন্ট ডাউনলোড না করেই সেটির প্রিভিউ বা ঝলক দেখা যাবে। এই ফিচারটি বিশেষ করে ফোনের স্টোরেজ বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো ফাইল বা ডকুমেন্ট (যেমন PDF, ছবি, ভিডিও ইত্যাদি ডকুমেন্ট ফরম্যাটে) এলে সেটি সম্পূর্ণ ডাউনলোড না করলে ভেতরে কী কনটেন্ট রয়েছে তা দেখা সম্ভব হয় না। কিন্তু যাদের কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে হোয়াটসঅ্যাপে প্রচুর ডকুমেন্ট আদানপ্রদান করতে হয়, তাদের জন্য প্রতিটি ফাইল ডাউনলোড করলে ফোনের ইন্টারনাল স্টোরেজের উপর চাপ পড়ে এবং স্টোরেজ দ্রুত ভর্তি হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।
ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউএবিটাইনফো (WABetaInfo) জানিয়েছে। তারা জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচারটির ডেভেলপমেন্ট চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই নতুন ফিচারে ডকুমেন্ট পাঠানোর সময় অথবা আসার পর ব্যবহারকারীরা ডকুমেন্টটির একটি ছোট প্রিভিউ ছবি দেখতে পাবেন, ডকুমেন্টটি খুলে দেখার আগে পর্যন্ত এই প্রিভিউ দেখা যাবে।
বিশেষ করে ছবি বা ভিডিও যখন ডকুমেন্ট ফরম্যাটে পাঠানো হয়, তখন এই প্রিভিউ ফিচারের সুবিধা ব্যবহারকারীরা বেশি করে বুঝতে পারবেন। এর ফলে ডকুমেন্টটি সম্পূর্ণ ডাউনলোড না করেই ভেতরে কী ধরনের কনটেন্ট আছে তা সহজে বোঝা যাবে। এর মাধ্যমে কোনো অবাঞ্ছিত বা আপত্তিকর কনটেন্ট আসছে কিনা, সেটাও ডাউনলোড করার আগেই যাচাই করে নেওয়া সম্ভব হবে।
যদিও এই নতুন ফিচারটি কবে থেকে হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হবে, তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ এখনই বলছেন যে, এই ফিচারটি চালু হয়ে গেলে ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা হবে এবং ফোনের স্টোরেজ ব্যবস্থাপনায় এটি বড় পরিবর্তন আনবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া