“কোড লেখায় মানুষ নয় নেতৃত্ব দেবে AI”-মার্ক জাকারবার্গ জানালেন চাঞ্চল্যকর তথ্য

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতি যে প্রযুক্তি জগতকে আমূল বদলে দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত মিলল সফটওয়্যার উন্নয়ন খাতে। মানুষের সরাসরি কোডিং করার ভূমিকা কমিয়ে দিয়ে সেই জায়গাটি দ্রুত দখল করে নিচ্ছে এআই, এবং এই পরিবর্তন প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে ঘটছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্বের শীর্ষ নেতারা।

মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এ এসে প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই মেটার প্রায় অর্ধেক (৫০ শতাংশ) সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ হয়তো এআইয়ের মাধ্যমে সম্পন্ন হবে। মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে এক আলোচনায় তিনি আরও বলেন যে ভবিষ্যতে এই হার আরও বাড়বে, যা এআইয়ের উপর মেটার উচ্চাভিলাষী নির্ভরতার পরিকল্পনাকে স্পষ্ট করে তোলে।

সত্য নাদেলাও জানান, মাইক্রোসফটেও এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ইতোমধ্যেই তাদের ২০ থেকে ৩০ শতাংশ কোড এআইয়ের দ্বারা তৈরি হচ্ছে। কিছু নির্দিষ্ট প্রকল্পে তো এআই একাই সম্পূর্ণ কোড লিখে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। গুগলের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই কিছুদিন আগে জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ (২৫ শতাংশ) কোড এখন এআই দিয়ে তৈরি হয়।

শুধু কোড লেখা নয়, অত্যাধুনিক এআই মডেল তৈরির কাজও এখন এআইয়ের দ্বারাই সম্পন্ন হচ্ছে। এই পরিবর্তন সফটওয়্যার প্রকৌশলীদের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও নতুন করে ভাবাচ্ছে। মার্ক জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেছেন, ভবিষ্যতে প্রতিটি সফটওয়্যার প্রকৌশলী আর কেবল কোডার থাকবেন না, বরং তারা একেকজন ‘টেক লিডার’ হয়ে উঠবেন এবং নিজস্ব ‘এজেন্টিক এআই টিম’ পরিচালনা করবেন। এই ধরনের এজেন্টিক সিস্টেমগুলো ব্যবসার বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

আলোচনা শুধু প্রযুক্তি খাতেই এআইয়ের প্রভাব নিয়ে সীমাবদ্ধ থাকেনি। এআই যে বিশ্ব অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে, সে বিষয়েও আলোকপাত করা হয়। সত্য নাদেলা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন – উন্নয়নশীল দেশগুলোর জিডিপি (GDP) ১০ শতাংশ বাড়াতে গেলে ঠিক কেমন ধরনের এআইয়ের প্রয়োজন হবে?

মেটা ও মাইক্রোসফটের দুই প্রধানের এই উচ্চ পর্যায়ের আলোচনা প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা, ক্ষমতা এবং তার সঙ্গে জড়িত দায়িত্ব নিয়ে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। স্পষ্টতই, সফটওয়্যার উন্নয়নের ভবিষ্যৎ দ্রুত এআইয়ের দিকে ঝুঁকছে এবং মানব প্রকৌশলীদের ভূমিকা পরিবর্তিত হতে চলেছে।