WhatsApp-ওয়েবে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা, কম্পিউটার থেকেই কথা বলা যাবে সহজে

সারা বিশ্বে কোটি কোটি ব্যবহারকারীর কাছে অত্যন্ত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার তাদের ওয়েব এবং ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য একটি বহু প্রতীক্ষিত সুবিধা চালু করতে চলেছে। এর ফলে কম্পিউটার থেকেই সরাসরি ভয়েস এবং ভিডিও কল করা সম্ভব হবে, যা ডেস্কটপে কাজ করার সময় যোগাযোগকে আরও সহজ এবং নির্বিঘ্ন করে তুলবে।

মেটা কর্তৃপক্ষ বর্তমানে উইন্ডোজ এবং ম্যাকওএস চালিত কম্পিউটারের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে এই নতুন ভয়েস ও ভিডিও কলিং সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে চালু করেছে। প্রযুক্তি বিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো (WABetaInfo)-এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নতুন এই সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীরা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ লগইন থাকা বা ফোন কাছে থাকা বা না থাকার উপর কম নির্ভর করে সরাসরি কম্পিউটার থেকেই ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন। এর ফলে স্মার্টফোন থেকে নির্ভরতা অনেকটাই কমবে এবং ডেস্কটপে গুরুত্বপূর্ণ কাজ করার সময়ও হোয়াটসঅ্যাপ কল গ্রহণ বা শুরু করা যাবে অনায়াসে।

হোয়াটসঅ্যাপ ওয়েব যদিও সরাসরি অ্যাকাউন্টে লগইন করার সুযোগ দেয় না, এটি দীর্ঘদিন ধরেই একটি ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে কাজ করে আসছে। একজন ব্যবহারকারী তার মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে স্মার্টফোন, ডেস্কটপ অ্যাপ এবং ওয়েব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ চারটি যন্ত্রকে যুক্ত করে ব্যবহার করতে পারেন। এত দিন ওয়েব সংস্করণ ব্যবহার করে মূলত শুধু বার্তা আদান-প্রদান করা যেত, কিন্তু কলিং সুবিধা যুক্ত হওয়ার পর এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে।

নতুন এই সুবিধাটি বর্তমানে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। তবে যদি পরীক্ষা সফল হয় এবং সবকিছু ঠিকঠাক চলে, তাহলে হোয়াটসঅ্যাপ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ভয়েস ও ভিডিও কলিং সুবিধাটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে পারে। ধারণা করা হচ্ছে, এই সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েবের উপরের ডান পাশে থাকা কল আইকন থেকে ব্যবহারকারীরা সহজেই ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারবেন এবং ইনকামিং কলও গ্রহণ করতে পারবেন, ফলে ডেস্কটপ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল ব্যবস্থাপনা করা আরও সহজ হবে।

কলিং সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপ তাদের প্ল্যাটফর্মকে আরও উন্নত এবং ব্যবহারকারী-বান্ধব করতে সম্প্রতি কিছু নতুন ফিচার যুক্ত করেছে বা পরীক্ষা করছে। এর মধ্যে রয়েছে বার্তার প্রতিক্রিয়া জানানোর নতুন একটি সুবিধা, যেখানে ইমোজির পাশাপাশি স্টিকার ব্যবহার করেও দ্রুত এবং মজার ছলে বার্তার জবাব দেওয়া যাবে। মেটা জানিয়েছে, এই সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই চালু করা হতে পারে।

এছাড়াও, সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ (Advanced Chat Privacy) নামের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা–সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো চ্যাট এক্সপোর্ট করা বা মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে সংরক্ষিত হওয়া বন্ধ রাখা যাবে। এই ফিচারটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও সংবেদনশীল কনটেন্টকে আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

সব মিলিয়ে হোয়াটসঅ্যাপ ক্রমাগত তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং সুরক্ষা বাড়ানোর উপর জোর দিচ্ছে। ওয়েবে কলিং সুবিধা যোগ হওয়ার ফলে বিভিন্ন প্ল্যাটফর্মে এই অ্যাপের ব্যবহার আরও সহজ হবে এবং ব্যবহারকারীরা আরও সহজে ও সুবিধাজনকভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস (ডব্লিউ আ বেটা ইনফো রিপোর্ট অবলম্বনে)