যে কোনো আকার নিতে পারে ‘টুথপেস্টের মতো’ এই ব্যাটারি, চমকে দেওয়া আবিষ্কার বিজ্ঞানীদের

বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এক নতুন ধরনের ব্যাটারি, যা দেখতে অনেকটা টুথপেস্টের মতো এবং তাদের দাবি অনুযায়ী, এই শক্তির আধার যে কোনও আকার ধারণ করতে সক্ষম।

সুইডেনের লিংকোপিং ইউনিভার্সিটির একদল গবেষক এই যুগান্তকারী আবিষ্কার করেছেন। তারা বলছেন, নরম এবং টুথপেস্টের মতো এই ব্যাটারি যে কোনও ডিভাইসে লাগানোর মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্রপাতির চিরাচরিত আকারে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্ভাবনী ব্যাটারি মেডিকেল ডিভাইস, পরিধানযোগ্য গ্যাজেট এবং ভবিষ্যৎ প্রজন্মের রোবটের মতো অত্যাধুনিক যন্ত্রে ব্যবহার করা যেতে পারে।

লিংকোপিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আইমান রাহমানুদিন এই আবিষ্কার সম্পর্কে বলেছেন, “এই ব্যাটারির টেক্সচার অনেকটা টুথপেস্টের মতো। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এই উপাদানটি থ্রিডি প্রিন্টারে ব্যবহার করা সম্ভব। এর ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাটারির আকার দিতে পারবেন। এটি নিঃসন্দেহে এক নতুন প্রযুক্তির দরজা খুলে দেবে।”

এই বিশেষ ব্যাটারি তৈরিতে লিগনিন থেকে তৈরি ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে। লিগনিন মূলত কাগজ উৎপাদনে প্রাপ্ত একটি টেকসই উপজাত। প্রচলিত লিথিয়াম-ভিত্তিক প্রযুক্তির বিপরীতে এই উপাদান ব্যবহার করে ব্যাটারিকে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তৈরি করা সম্ভব হয়েছে।

অধ্যাপক রাহমানুদিন আরও জানান, এতদিন রাবারের মতো নমনীয় ব্যাটারি তৈরি করা কঠিন ছিল, কারণ সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল ছিল।

গবেষণার প্রধান গবেষক ‘এলওই’-এর ড. মোহসেন মোহাম্মদী বলেন, “এই ব্যাটারিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান যেমন পলিমার ও লিগনিন, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। লিগনিনের মতো উপজাতকে ব্যাটারির মতো মূল্যবান পণ্যে পুনর্ব্যবহার করে আমরা পরিবেশবান্ধব চক্রাকার অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারি। এটি একটি অত্যন্ত কার্যকর বিকল্প হতে পারে।”

গবেষণা দলটির তৈরি করা এই ব্যাটারির প্রোটোটাইপ মূল দৈর্ঘ্যের দ্বিগুণ প্রসারিত হতে পারে এবং কার্যক্ষমতার মান অক্ষুণ্ণ রেখেই পাঁচশ বারেরও বেশি চার্জ করা সম্ভব হয়েছে।

বর্তমানে গবেষকরা ব্যাটারির ভোল্টেজ বৃদ্ধি এবং এর উপযোগিতা আরও উন্নত করার জন্য কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

অধ্যাপক রাহমানুদিন বলেন, “আমরা জানি, এই ব্যাটারি এখনও নিখুঁত নয়। আমরা কেবল এটাই প্রমাণ করতে চেয়েছি যে আমাদের ধারণাটি কাজ করে। তাই এর কর্মক্ষমতা আরও উন্নত করা প্রয়োজন। বর্তমানে এর ভোল্টেজ ০.৯ ভোল্ট। আমরা এখন এর ভোল্টেজ বাড়ানোর জন্য অন্যান্য রাসায়নিক যৌগ ব্যবহারের দিকে নজর দেব।”

‘মেক ইট ফ্লো ফ্রম সলিড টু লিড: রেডক্স-অ্যাক্টিভ ইলেকট্রোফ্লুইড ফর ইনট্রিনসিক্যালি স্ট্রেচেবল ব্যাটারিজ’ শীর্ষক এই গবেষণাপত্রটি সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত হয়েছে। এই উদ্ভাবন ইলেকট্রনিক ডিভাইস এবং পরিধানযোগ্য প্রযুক্তির ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।