স্মার্টফোন হাতে নিলেই বের সুগন্ধ! বিশেষ ফিচার নিয়ে বাজারে এল নতুন 5G ফোন

ভাবছেন নিশ্চয়ই এ আবার কেমন কথা! স্মার্টফোন ধরলেই নাকি সুগন্ধ বেরোবে? কোনো সুগন্ধি ব্র্যান্ডের স্মার্টফোন আকৃতির প্যাকেজিংয়ের কথা ভাবছেন? তবে জানিয়ে রাখি, তেমন কিছুই নয়। জনপ্রিয় স্মার্টফোন সংস্থা ইনফিনিক্স বাজারে নিয়ে এল এক নতুন চমক – ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন। আর এই ফোনেই দেওয়া হয়েছে এক বিশেষ সুগন্ধি ফিচার!

ইনফিনিক্সের এই নতুন স্মার্টফোনের ব্যাক প্যানেল থেকে ব্যবহারকারীরা একটি মন মুগ্ধ করা সুগন্ধ অনুভব করতে পারবেন। তবে এই সুগন্ধ কতটা তীব্র হবে এবং কতক্ষণ স্থায়ী হবে, তা নির্ভর করবে মূলত ফোনের ব্যবহারের ধরনের উপর এবং পারিপার্শ্বিক আবহাওয়ার ওপর। অর্থাৎ, কোন পরিস্থিতিতে ফোনটি ব্যবহার করা হচ্ছে, তার উপর ভিত্তি করে সুগন্ধের স্থায়িত্ব কমবেশি হতে পারে।

ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটি বাজারে তিনটি আকর্ষণীয় রঙে আত্মপ্রকাশ করবে – মেরিন ড্রিফট ব্লু, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে। এর মধ্যে মেরিন ড্রিফট ব্লু রঙের মডেলটিতে থাকবে ভেগান লেদারের প্রিমিয়াম ফিনিশ। অন্যদিকে, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে মডেলগুলোতে থাকবে মেটালিক ফিনিশিং, যা ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

ইনফিনিক্স সংস্থা বিশেষভাবে জানিয়েছে, তাদের নোট ৫০এস ৫জি প্লাস মডেলের মেরিন ড্রিফট ব্লু রঙের ভ্যারিয়েন্টেই থাকছে এই বিশেষ সেন্ট-টেক ফিচার। এই অত্যাধুনিক ফিচারে মাইক্রোএনক্যাপসুলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে থাকা ভেগান লেদার ফিনিশে সুগন্ধ যুক্ত করা হয়েছে। এই সুগন্ধে একাধিক স্তরের মিশ্রণ রয়েছে। ব্যবহারকারীরা মূলত মেরিন অ্যান্ড লেমন, লিলি অব দ্য ভ্যালি এবং অ্যাম্বার ও ভেটিভারের বেস নোটসের সুগন্ধ অনুভব করতে পারবেন।

ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটি অনেকটাই ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের মতো হবে। এমনকি রেয়ার ক্যামেরা আইল্যান্ডও একই রকম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনটি চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে বাজারে লঞ্চ হয়েছে।

ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট, ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও, এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট বিদ্যমান।

ভারতে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার ৪৯৯ রুপি। তবে নতুন ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটির দাম কত হবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই ফোনটি বাজারে উপলব্ধ হবে এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। স্মার্টফোন বিশ্বে এই নতুন সুগন্ধি ফিচার কতটা জনপ্রিয়তা লাভ করে, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: গ্যাজেট ৩৬০