WhatsApp-স্ট্যাটাসে গান যুক্ত করবেন যেভাবে, শিখেনিন সহজ পদ্ধতি

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে। এবার ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল এই প্ল্যাটফর্ম। এখন থেকে ব্যবহারকারীরা টেক্সট, ছবি অথবা ভিডিও স্ট্যাটাসে ১৫ সেকেন্ডের মিউজিক বা গান যোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের আপডেট সেকশনে এই নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা এই সেকশনে গিয়ে ফিচারটি চালু করে তাদের স্ট্যাটাসে পছন্দের গান যোগ করতে পারবেন। ছবি শেয়ার করলে ১৫ সেকেন্ডের এবং ভিডিও শেয়ার করলে ৬০ সেকেন্ড পর্যন্ত অডিও যোগ করার সুযোগ থাকছে। ব্যবহারকারীরা তাদের পছন্দের শিল্পী বা অ্যালবামের গান বেছে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে শেয়ার করা এই মিউজিক ২৪ ঘণ্টা পর্যন্ত স্ট্যাটাসে দৃশ্যমান থাকবে।
হোয়াটসঅ্যাপের মিউজিক লাইব্রেরিতে লক্ষ লক্ষ গান উপলব্ধ রয়েছে। তবে এই নতুন ফিচার যুক্ত হওয়ার পরেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। এর অর্থ হলো, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ স্বয়ং ব্যবহারকারীদের শেয়ার করা কন্টেন্ট দেখতে পারবে না। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে এই সুরক্ষা ব্যবস্থা বহাল রাখা হয়েছে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার পদ্ধতি:
প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলুন। অ্যাপের নিচের দিকে থাকা ‘আপডেটস’ (Updates) বাটনে ক্লিক করুন। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ (Add Status) অপশনটি নির্বাচন করুন। আপনি যে টেক্সট, ভয়েস, ছবি অথবা ভিডিও স্ট্যাটাসে যোগ করতে চান, সেটি বেছে নিন। চাইলে সরাসরি ক্যামেরা অপশন ব্যবহার করে ছবি বা ভিডিও ক্যাপচার করার সুযোগও রয়েছে। মিডিয়া ফাইল নির্বাচন করার পর, স্ক্রিনের উপরের দিকে থাকা মিউজিক আইকনে ক্লিক করুন। এবার আপনার পছন্দের গানটি বেছে নেওয়ার পালা। উপলব্ধ তালিকা থেকে যেকোনো একটি গান নির্বাচন করতে পারবেন। আপনার পছন্দসই গান নির্বাচন করার পর, স্ক্রিনের উপরের ডান দিকে থাকা ‘ডান’ (Done) অপশনে ক্লিক করুন। সবশেষে, নিচের ডান দিকের সবুজ রঙের শেয়ার আইকনে ট্যাপ করলেই মিউজিক সহ আপনার স্ট্যাটাস আপলোড হয়ে যাবে।
এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ারিং অভিজ্ঞতা আরও আকর্ষণীয় ও ব্যক্তিগত করে তুলবে বলে আশা করা যাচ্ছে। ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচারটি এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা তাদের অনুভূতি আরও সহজে এবং সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।