Realme: এক চার্জে ১৩ ঘণ্টা চলবে ইয়ারবাড, জেনেনিন কত দাম?

বর্তমান প্রজন্মের পছন্দের সঙ্গী ওয়্যারলেস ইয়ারবাডস। বহন করা সহজ এবং ব্যবহারের সুবিধা থাকায় এর চাহিদা ক্রমশ বাড়ছে। বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে তাদের ইয়ারবাডস বাজারে আনছে। এই তালিকায় নতুন সংযোজন রিয়েলমি বাডস এয়ার ৭।
রিয়েলমি তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডস ‘বাডস এয়ার ৭’ বাজারে এনেছে। এই ইয়ারফোনের প্রধান আকর্ষণ হলো এর ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। অর্থাৎ, এই ইয়ারবাডস একই সাথে দুটি ডিভাইসের সাথে যুক্ত থাকতে পারবে। এছাড়াও, এতে রয়েছে ৫২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার, যা বাইরের অবাঞ্ছিত শব্দ কমাতে সহায়ক।
সাউন্ড কোয়ালিটির দিকেও নজর দিয়েছে রিয়েলমি। এই ইয়ারবাডসে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ডিপ ব্রাস ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যা উন্নত Bass প্রদান করবে বলে আশা করা যায়। এছাড়াও, এতে হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন সাপোর্টও রয়েছে।
যোগাযোগের জন্য রিয়েলমি বাডস এয়ার ৭-এ ৬টি মাইক্রোফোন যুক্ত একটি সিস্টেম রয়েছে, যা কল চলাকালীন নয়েজ রিডাকশন ফিচার প্রদান করবে, ফলে স্পষ্ট ভয়েস কলিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে এই ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট দেওয়া হয়েছে। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটির পাশাপাশি এতে সুইফট পেয়ার এবং গুগল ফাস্ট পেয়ারিং-এর সুবিধাও রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ডিভাইস সংযোগ প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।
ব্যাটারি লাইফের ক্ষেত্রেও রিয়েলমি বাডস এয়ার ৭ যথেষ্ট উন্নত। সংস্থার দাবি অনুযায়ী, এই ইয়ারবাডস মাত্র ১০ মিনিট চার্জ দিলেই প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম। একবার ফুল চার্জ দিলে চার্জিং কেস ছাড়া এটি প্রায় ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। প্রতিটি ইয়ারবাডে ৬২ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৪৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
যারা ধুলোবালি ও পানির ঝাপটা নিয়ে চিন্তিত, তাদের জন্য সুখবর হলো রিয়েলমি বাডস এয়ার ৭ একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
ভারতে রিয়েলমি বাডস এয়ার ৭-এর দাম রাখা হয়েছে ৩ হাজার ২৯৯ টাকা। এটি আইভরি গোল্ড, ল্যাভেন্ডার পার্পল এবং মস গ্রিন – এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে।
সূত্র: গ্যাজেট ৩৬০