“আপনারা দয়া করে ছবি বানানো বন্ধ করবেন?”-জিবলি জ্বরে নাজেহাল ChatGPT-র স্যাম অল্টম্যান

বিশ্বজুড়ে এখন জিবলি জ্বর! সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে কার্টুন ঘরানার মজার সব ছবি। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই নিজেদেরকে জিবলি স্টাইলে দেখতে আগ্রহী। এই ব্যাপক জনপ্রিয়তার জেরে কার্যত নাজেহাল অবস্থা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রস্তুতকারী সংস্থা ‘চ্যাটজিটিপি’র (ChatGPT)। কাজের অতিরিক্ত চাপে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় কর্মীদের। এই পরিস্থিতিতে অবশেষে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সংস্থার প্রধান স্যাম অল্টম্যান।

ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান এই প্রসঙ্গে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘জিবলি’ কার্টুনের অনুরোধের ঢেউ দেখে তিনি মন্তব্য করেছেন, ‘আপনারা দয়া করে ছবি বানানো বন্ধ করবেন? এ বার কিন্তু পাগলামি হচ্ছে! আমার কর্মীদেরও তো ঘুম দরকার নাকি!’

সূত্রের খবর, জিবলি জ্বরের তীব্রতায় নাকি একবারের জন্য বসে গিয়েছিল চ্যাটজিপিটির সার্ভারও। কর্মীদের কাজের এতটাই চাপ বেড়েছে যে, ঠিকমতো খাওয়া-দাওয়া তো দূরের কথা, ঘুম পর্যন্ত উধাও হওয়ার জোগাড়।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসও এই ট্রেন্ডে গা ভাসিয়েছিল। চ্যাটজিটিপি ব্যবহার করে তৈরি করা মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বিশেষ জিবলি অবতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল।

গত রবিবার স্যাম অল্টম্যান নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে স্পষ্ট করে জানান যে, এই বিশেষ ধরনের এআই প্রম্পটের জন্য তারা এত বিপুল সাড়া আশা করেননি। জিবলি স্টাইলে ক্রমাগত আসা প্রম্পটের চাপ সামলাতে বাধ্য হয়ে কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে তাদের। এখন থেকে ব্যবহারকারীদের যত খুশি জিবলি স্টাইলের ছবি তৈরি করতে হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে।

স্যাম অল্টম্যানের পোস্টে একজন ব্যবহারকারী আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের (AGI) কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে স্যাম সরাসরি উত্তর দেন, ‘ছবি বানানোর জন্য আপনারা আমাদের জিপিইউ ব্যবহার করা বন্ধ করলে তাড়াতাড়ি এগোবে কাজ।’ তবে স্বস্তির খবর এই যে, কয়েক ঘণ্টার মধ্যেই চ্যাটজিপিটির সার্ভার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু জিবলি জ্বরের প্রকোপ কবে কমবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।