“AI-এর কল্যানে অফিসে কাজ হবে মাত্র ২ দিন”-ভবিষ্যদ্বানী করলেন বিল গেটস

সপ্তাহে ৫ থেকে ৬ দিন ৯টা-৫টা অফিস করে ক্লান্ত কর্মজীবীদের জন্য সুখবর আনতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশ্বের শীর্ষ ধনকুবের এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, আগামী এক দশকের মধ্যে এআই প্রযুক্তির দৌলতে মানুষের সাপ্তাহিক কর্মদিবস ২ থেকে ৩ দিনে নেমে আসবে। সম্প্রতি মার্কিন টেলিভিশন হোস্ট জিমি ফ্যালনের টক শো-তে অংশ নিয়ে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন।
জীবনের উদ্দেশ্য শুধু চাকরি নয়
শো-তে ফ্যালনের এক প্রশ্নের জবাবে গেটস বলেন, “চাকরির ধরন কেমন হওয়া উচিত? আমরা কি কর্মদিবস ২ বা ৩ দিনে নামিয়ে আনতে পারি না? গভীরভাবে চিন্তা করলে দেখবেন, জীবনের একমাত্র উদ্দেশ্য চাকরি নয়। জীবন অনেক বড়, এবং এখানে অনেক কিছু করার আছে।” তিনি আরও যোগ করেন, “এআই আমাদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসবে। আগামী দশকে অফিসের বেশিরভাগ কাজ এআই করবে, আর মানুষের কর্মদিবস কমে ২-৩ দিনে দাঁড়াবে।”
এই প্রথম নয়
এর আগেও ২০২৩ সালে, চ্যাটজিপিটি বাজারে আসার সময় বিল গেটস একই ধরনের মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এআই-এর অগ্রগতি মানুষের কর্মদিবস ৩ দিনে নামিয়ে আনবে এবং অবসর সময় নাটকীয়ভাবে বাড়বে। তাঁর এই দৃষ্টিভঙ্গি এখন আরও স্পষ্ট হয়েছে।
কর্মজীবীদের জন্য সুখবর
দীর্ঘ কর্মঘণ্টা, পারিবারিক ও সামাজিক চাপে ক্লান্ত কর্মজীবীদের জন্য এই সংবাদ অত্যন্ত আশাপ্রদ। গবেষণায় দেখা গেছে, কম কর্মঘণ্টা কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং উৎপাদনশীলতা বাড়ায়। সম্প্রতি একটি পশ্চিমা কোম্পানি জানিয়েছে, সাপ্তাহিক ছুটি এক দিন বাড়ানোর পর তাদের কর্মীদের দক্ষতা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বে নতুন ট্রেন্ড
বিশ্বজুড়ে কর্মঘণ্টা কমানোর নীতি এখনও ব্যাপকভাবে গৃহীত না হলেও, এটি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। জাপানের টোকিও নগর প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে, তাদের কর্মীদের সাপ্তাহিক কর্মদিবস ৪ দিনে নামিয়ে আনা হবে। এছাড়া, যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক জেপি মর্গানের সিইও জেমি ডিমনও এক সাক্ষাৎকারে বলেছেন, এআই-এর ব্যবহার বৃদ্ধির ফলে ভবিষ্যতে কর্মদিবস সাড়ে ৩ দিনে নামতে পারে।
এআই-এর ওপর সম্পূর্ণ নির্ভরশীলতার বিপক্ষে গেটস
তবে বিল গেটস এআই-এর ওপর সম্পূর্ণ নির্ভরশীলতার পক্ষে নন। তিনি বলেন, “সমাজের কিছু বিষয় আমাদের নিজেদের জন্য সংরক্ষিত রাখতে হবে। কিন্তু শ্রমসাধ্য কাজ, পরিষেবা, পণ্য স্থানান্তর—এসব ক্ষেত্রে আমরা শিগগিরই এআই-এর ওপর নির্ভর করতে পারব।” তাঁর মতে, এআই মানুষের জীবনকে আরও সহজ করবে, কিন্তু সমাজের মানবিক দিকগুলো এর বাইরে থাকা উচিত।
ভবিষ্যতের সম্ভাবনা
বিল গেটসের এই ভবিষ্যদ্বাণী কর্মজীবীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে এর প্রয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে কর্মদিবস কমানোর সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে। ফরচুন ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এই পরিবর্তন শুধু কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে না, অর্থনীতিতেও নতুন গতি আনতে পারে।