বিশেষ: স্মার্টফোনের পেছনে টাকা রাখলে কী ক্ষতি? জেনেনিয়ে আজই থাকুন সতর্ক

একটা সময় আমরা হাতে ঘড়ি ব্যবহার করতাম। হিসাব করার জন্য খুঁজতাম ক্যালকুলেটর। কিন্তু বর্তমান সময়ে এই দুটির প্রয়োজনীয়তা কমে গেছে অনেকটাই। এগুলোর জায়গা দখল করেছে স্মার্টফোন।
এটিই এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। সময় দেখার ঘড়ির দিকে না তাকিয়ে মোবাইল ফোন বের করি। হিসাব করার জন্য ক্যালকুলেটর না খুঁজে মোবাইল ফোন খুঁজি।
আরো একটা জিনিস প্রায় উঠে যেতে বসেছে, সেটা হলো মানিব্যাগ বা পার্স।
নগদ লেনদেন অনেক কমে গেছে। এখন অনলাইনেই প্রায় সব পেমেন্ট হয়। যেটুকু নগদ দরকার হয়, সেটা থাকে স্মার্টফোনের ব্যাক কাভারে। ১০, ২০ থেকে শুরু করে ১০০, ২০০, ৫০০ টাকার নোট।
এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ডও। কিন্তু এটি যে মারাত্মক ক্ষতিকর, তা জানেন না অনেকেই।
স্মার্টফোন ব্যবহারের ফলে তাপ উৎপন্ন হয়। বিশেষ করে ভিডিও দেখার সময়। তা ছাড়া গেমিংয়ের সময় বা দীর্ঘক্ষণ গান শুনলেও ফোন গরম হয়ে যায়।
প্রসেসর চলার কারণেই এই তাপ উৎপন্ন হয়। আর ফোনে যদি ব্যাক কাভার লাগানো থাকে, তাহলে সেই তাপ ভেতরে আটকে যেতে পারে। ব্যাক কাভারের নিচে টাকা বা কাগজ রাখলে ফোনের তাপ বাইরে বের হতে পারে না। ফলে ফোন আরো গরম হয়। ফোন বেশি গরম হয়ে গেলে বিস্ফোরণও হতে পারে। তাই এই অভ্যাস বদলানোই ভালো।
তা ছাড়া নেটওয়ার্কের সমস্যা হতে পারে। অধিকাংশ স্মার্টফোনের অ্যান্টেনা ওপরের দিকে থাকে। তাই ব্যাক কাভারে টাকা বা কার্ড রাখলে সিগন্যালের সমস্যা হতে পারে। কার্ডে যদি সেন্সর বা চিপ থাকে, তাহলে তো কথাই নেই। স্মার্টফোনের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়ে। ডিভাইসের আয়ু কমে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যাক কাভার না লাগানোই ভালো। টাকা বা কার্ড রাখা তো দূরের কথা। এই অভ্যাস ক্ষতিকর। স্মার্টফোনের জন্য তো বটেই, ইউজারের জন্যও। টাকা বা কার্ড রাখার জন্য ওয়ালেট বা কার্ড হোল্ডার ব্যবহার করা উচিত। স্মার্টফোন নিরাপদে থাকবে আর ইউজারও।
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাক কাভার খুলে ফেলতে হবে। বন্ধ রাখতে হবে ইন্টারনেট। এতেও যদি কাজ না হয়, তাহলে ফোন সুইচ অফ করে রাখা ছাড়া উপায় নেই। ফোন ঠাণ্ডা হলে তবেই অন করা উচিত। তার আগে নয়। মাথায় রাখতে হবে, স্মার্টফোনের সঠিক ব্যবহার ও যত্ন নেওয়া প্রয়োজন। তবেই দীর্ঘদিন সচল থাকবে। বারবার খারাপ হওয়ার সম্ভাবনাও কমবে। টাকা বাঁচবে। সর্বশেষ লাভ হবে ব্যবহারকারীরই।