facebook-এ ভুয়ো একাউন্টের দিন শেষ, সরকার জারি করলো নতুন নির্দেশ

এবার থেকে শুধুমাত্র সেলিনৃত্য বা সুপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রোফাইল নয়, ভেরিফায়েড করতে হবে সমস্ত একাউন্ট। এমন নির্দেশিকা দেওয়া হলো সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে। তাই এরফলে যাদের একাউন্ট ভেরিফায়েড থাকবে না তাদের একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চান্দ্রা শেখার বলেন ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত এবং জবাব দিহি দিতে প্রস্তুত, এমন একটি ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করে হলো কেন্দ্রের লক্ষ্য।
প্রসঙ্গত, প্রতিদিনই বাড়ছে ভুয়ো একাউন্টের সংখ্যা। আর ভুয়ো একাউন্ট ব্যবহার করে বিভিন্ন জন বিভিন্ন মানুষকে করছে বিভ্রান্ত। অনেক সময় হচ্ছে দুর্নীতির শিকার তাই কেন্দ্র সরকারের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এরফলে কমে যাবে ভুয়ো খবরের সংখ্যা ফলে মানুষ আর হবেনা বিভ্রান্ত।