অ্যাডমিনদের মেসেজ ডিলিটের সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ, বিস্তারিত জেনেনিন

মেসেজ ডিলিট বা মুছে ফেলতে গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর আওতায় অ্যাডমিনরা গ্রুপের সবার জন্য মেসেজ ডিলিট করে দিতে পারবে। অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে এটি আনা হবে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।
নতুন ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা সঠিকভাবে গ্রুপ পরিচালনা করতে পারবে। বর্তমানে নির্ধারিতসংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। অন্যদিকে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি নতুন চ্যাটবট ফিচার নিয়েও কাজ করছে। ফিচারটি ব্যবহারকারীদের এখন থেকে আসন্ন সব ফিচারের বিষয়ে আগে থেকে মেসেজ পাঠানোর মাধ্যমে জানিয়ে দেবে। ফিচারটিও পরীক্ষাধীন রয়েছে।
দুটি ফিচারই ওয়াবেটাইনফো প্রথম শনাক্ত করে। প্লাটফর্মটি মূলত কোনো ফিচার সবার জন্য উন্মুক্তের আগে পরীক্ষা করে। প্রথম ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটায় নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করেছে। এর মাধ্যমে অ্যাডমিনরা গ্রুপে আসা যেকোনো মেসেজ সবার জন্য ডিলিট করে দিতে পারবে। অ্যাডমিন কোনো মেসেজ ডিলিট করার পর গ্রুপ মেম্বাররা চ্যাটে সেটার নোটিফিকেশন দেখতে পারবে।