ম্যাকের একগাদা নতুন পণ্য নিয়ে আসছে অ্যাপল, জেনেনিন কী কী ?

শিগগিরই ম্যাকের বিভিন্ন নতুন পণ্য আনতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল।কোম্পানিটি বলছে, তারা আগামী সপ্তাহজুড়ে এইসব নতুন পণ্যের ঘোষণা দিতে থাকবে।

অ্যাপলের বিপণন প্রধান গ্রেগ জসওয়াক এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন, সোমবার থেকে এইসব কম্পিউটারের উন্মোচন শুরু হবে।

এদিকে, খবর চাউর হয়েছে, নতুন ম্যাক পিসি’তে থাকবে অ্যাপলের সর্বশেষ ‘এম ৪’ চিপ, যা সবার আগে এসেছিল নতুন আইপ্যাড প্রো’তে। আর এখন ম্যাক ডিভাইসেও এ চিপ আনছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

আসন্ন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে নতুন এন্ট্রি-লেভেল ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আপডেট করা আইম্যাক, যেখানে উভয় ডিভাইসেই এম৪ চিপের ‘বেইস মডেল’ বসিয়েছে অ্যাপল।

এ ছাড়া, ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি’র ‘হাই এন্ড’ ম্যাকবুক প্রোও আনতে যাচ্ছে কোম্পানিটি, যেখানে ‘এম৪ প্রো’ ও ‘এম৪ ম্যাক্স’ চিপের অপশন থাকবে।

একই সময় নতুন ম্যাক মিনি আনার ঘোষণাও দিতে পারে পারে অ্যাপল, যেটি দেখতে অনেকটা ‘অ্যাপল টিভি’র মতো।

এদিকে, কোম্পানির তরফ থেকে ম্যাজিক মাউস, ম্যাজিক ট্র্যাকপ্যাড এবং ম্যাজিক কিবোর্ড’র ইউএসবি-সি সংস্করণ চালুর ঘোষণাও আসতে পারে। এই তিনটি ডিভাইসে এখনও অ্যাপলের লাইটনিং কানেক্টর ব্যবহৃত হচ্ছে, যেটি নিজেদের বিভিন্ন পণ্য থেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছে কোম্পানিটি।

এর মধ্যে কিছু কিছু এম৪ চিপওয়ালা পিসি’র তথ্য ফাঁস হয়েছিল এ মাসের শুরুতে, যেখানে পণ্যগুলো সম্ভবত অ্যাপল স্টোর থেকে গায়েব হয়ে গিয়েছিল। এ ফাঁসের ঘটনা থেকে ইঙ্গিত মিলেছে, ডিভাইসগুলো বাজারে আসতে পারে নভেম্বর মাসে।

গত বছর, ‘স্কেয়ারি ফাস্ট’ নামের হ্যালোয়িন-থিমড আয়োজনে নতুন ম্যাক আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল, যা কোম্পানিটি তাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করেছিল অক্টোবরের শেষ দিকে। তবে, জসওয়াকের পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে, এ বছর প্রতিদিনই নতুন পণ্যের ঘোষণা আসতে পারে। এমনকি অতীতেও অ্যাপলের অসংখ্য পণ্যে এ পন্থা অবলম্বণ করেছে কোম্পানিটি।