গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতে ইনস্টাগ্রামের দুই ফিচার, অবশ্যই জেনেনিন
ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তাকে আরো জোরদারে নতুন দুটি ফিচার চালু করেছে ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। ফিচারগুলোর একটি হলো সিকিউরিটি চেকআপ, আরেকটি ইওর অ্যাক্টিভিটি। খবর গিজচায়না।
সিকিউরিটি চেকআপ ফিচারে কয়েকটি ধাপে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। এটি অনেকটা গুগলের সিকিউরিটি চেকআপ কার্যক্রমের মতো। অন্যদিকে ইওর অ্যাক্টিভিটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে তাদের কার্যক্রমগুলো দেখতে ও পরিবর্তন করতে পারে।
ফিচারটি ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট মুছে ফেলা বা আর্কাইভে যুক্ত করার পাশাপাশি কনটেন্টগুলোকে তারিখ অনুুযায়ী সাজানোর সুবিধাও দেয়। এছাড়া আগের কমেন্ট, লাইক ও স্টোরি খুঁজে পেতে নতুন ফিচারও যুক্ত করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। অন্যদিকে অসাবধানতাবশত বা ভুলে যেসব অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, পুনরায় সেগুলোয় প্রবেশের ব্যবস্থা করার কথাও জানিয়েছে ইনস্টাগ্রাম।
কয়েক সপ্তাহ আগেই রিসেন্টলি ডিলিটেড ফিচারের মাধ্যমে মুছে দেয়া পোস্ট পুনরুদ্ধারের ফিচার চালু করেছে প্লাটফর্মটি। এর পর পরই নতুন ফিচারগুলো প্রকাশ হতে থাকে। সিকিউরিটি চেকআপ ফিচার ব্যবহারের জন্য ইউজারদের প্রথমে প্রোফাইলে প্রবেশ করে মেন্যু বাটনে ক্লিক করতে হবে। এরপর সেটিংস থেকে সিকিউরিটিতে প্রবেশ করে সিকিউরিটি চেকআপ নির্বাচন করতে হবে। এরপর অ্যাকাউন্টের সুরক্ষা জোরদারে বেশকিছু অপশন দেয়া হবে। এর মধ্যে নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, ই-মেইল ঠিকানা যাচাই, ফোন নাম্বার সংশোধন ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার বিষয় রয়েছে।
ইওর অ্যাক্টিভিটি ফিচারটি এতদিন পর্যন্ত নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য নির্ধারিত ছিল। বর্তমানে সবার জন্য এটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।