Sennheiser IE 600 হেডফোনের দাম 60 হাজার টাকা কম, জেনেনিন এর কিছু রহস্য সম্পর্কে

SENNHEISER এবার ভারতের বাজারে নিয়েএলো তাদের নতুন ফ্ল্যাগশিপ ইন-ইয়ার হেডফোন। এর নাম- Sennheiser IE 600। এই ইয়ারফোনটি NASA মার্স রোভারে ব্যবহৃত অনুরূপ উপকরণে তৈরি। এতে শক্তিশালী সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির আগাম কিছু তথ্য –

মোবাইলের নাম : Sennheiser IE 600

স্পেসিফিকেশন : এই ইয়ারফোনে ZR01 ফরমলেস জিরকোনিয়াম একটি কভার রয়েছে, যা ডিভাইসটিকে আরো মজবুত করে তুলেছে। এর সাথে জানিয়ে রাখি, যে ZR01 জিরকোনিয়াম মার্স রোভারের শক্তিশালী ড্রিলিং হেড তৈরি করা হয়েছে এই উপাদানটি দিয়ে।

বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 38,067 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।rs