দীর্ঘ সময় AC চালিয়েও ঘর ঠান্ডা হয় না যেসব কারণে, জেনেনিন বিস্তারিত

অনেক সময় এমন হয় যে দীর্ঘক্ষণ এসি চালিয়েও ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। ফিল্টার অনেকদিন পরিষ্কার না করা হলে, টেম্পারেচারের সেটিং মোডে উল্টাপাল্টা হলে এই সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হল এসি গ্যাস লিক।
দুটি কারণে এই সমস্যা হতে পারে-প্রথমত গ্যাসের লেভেল কম থাকা, দ্বিতীয়ত গ্যাস লিক হওয়া। এছাড়া আরও অনেক কারণে এসি ঠিকভাবে কাজ করে না। চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে এমনটা হতে পারে-
কম্প্রেসর পরীক্ষা করুন
এসি মেশিনের কম্প্রেসর খারাপ হলেও ঘর ঠান্ডা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কারণ এসির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এই কম্প্রেসর। তাই এই অংশে সমস্যা দেখা দিলে এসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কম্প্রেসর বদলে নিন।
এয়ার ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন
দীর্ঘদিন টানা এসি ব্যবহার করলেই মেশিনের মধ্যে থাকা এয়ার ফিল্টারে ধুলো, ময়লা জমে তা কার্যত জ্যাম হয়ে যায়। এর ফলে ঠান্ডা বাতাসের স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে সহজে ঘর ঠান্ডা হতে চায় না। তাপমাত্রা কমিয়ে রাখলেও অনেক সময় লাগে ঘর ঠান্ডা হতে। সেই সঙ্গে আবার ইলেকট্রিক খরচও অতিরিক্ত হয়। তাই যদি দেখেন এসি চালিয়েও ভালোভাবে ঘর ঠান্ডা হচ্ছে না তাহলে অবশ্যই একবার এয়ার ফিল্টারের অবস্থা দেখে নেবেন।
এসি মেশিনের বাইরের অংশে থাকে এই কনডেনসার কয়েল। যেহেতু বাইরের অংশে থাকে তাই এখানে খুব সহজেই ধুলো ময়লা জমে যেতে পারে। এমনকি পাখির বাসাও হতে পারে এই অংশে। এর ফলে সঠিক ভাবে তাপ নিঃসরণ করতে পারে না এই যন্ত্রাংশ। সেই কারণেই এসি মেশিনও সঠিক সময়ে সঠিকভাবে ঘর ঠান্ডা করতে পারে না।
এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস নজরে রাখুন
যদি হঠাৎ আপনার এসি মেশিন কাজ করা বন্ধ করে দেয় তাহলে সবার আগে এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস দেখে নেওয়া প্রয়োজন। এই থার্মোস্ট্যাট সেটিংস আপনাকে ঘরের তাপমাত্রা সেট করতে এবং এসি অন/অফ করতে সাহায্য করবে। সঠিক তাপমাত্রায় এই থার্মোস্ট্যাট সেটিংস সেট করতে হবে।
এসির মোটরেও খেয়াল রাখুন
অনেকেই এসি চালানোর পর বারবার তাপমাত্রা কমানো, বাড়ানো করতে থাকেন। এর ফলে যেমন রিমোটের অত্যধিক ব্যবহার হয়, তেমনই চাপ পড়ে এসি মেশিনের মোটরেও। ফলে এই অভ্যাস থাকলে দ্রুত এসি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসি মোটরে সমস্যা হলে সরাসরি যে কোম্পানির সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া