ভারতে লঞ্চ হল Japanese ব্রান্ডের নতুন স্মার্টটিভি Aiwa Magnifiq, দুর্দান্ত সব ফিচারের সাথে দাম জেনেনিন

গত 6ই জুলাই ভারতে বাজারে লঞ্চ হয় Aiwa Magnifiq TV। এই স্মার্টফোন-ইন্টারনেট কেন্দ্রিক যুগেও মানুষের মনে পাকা জায়গা করে রেখেছে টিভি বা টেলিভিশন। জাপানের কনসিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Aiwa Magnifiq নামের একটি নতুন টিভি সিরিজ ভারতের বাজারে লঞ্চ করেছে, আসুন জেনেনেই এই টিভির কিছু বিশেষ ফিচার সম্পর্কে—
টিভির নাম : Aiwa Magnifiq TV
স্ক্রিনও প্রসেসর : এই নতুন স্মার্টটিভি Android 11 এর সাপোর্টের সাথে Google Assistant -এর ভয়েস কমান্ড সমর্থন করে এবং Ai core 4 প্রসেসর দ্বারা চালিত। স্ক্রিন 32-inche, 43-inche, 50-inche, 55-inche, এবং 65-inche, আকারের স্ক্রিন মিলবে। এর মধ্যে প্রথম দুটি মডেলের FHD এবং UHD অপশনস পাওয়া যাবে, আবার বাকি টিভিগুলো 4K UHD-Resolution, অফার করবে।
বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 29,990 থেকে 139,990 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টটিভি লঞ্চ হবে।rs