মোবাইল অ্যাপে পডকাস্ট ক্রিয়েশন টুল স্পটিফাইয়ের, জেনেনিন এক্ষুনি

সাম্প্রতিক বছরগুলোয় পডকাস্টে বড় অংকের বিনিয়োগ করেছে অ্যাপল, স্পটিফাই ও অডিবলের মতো কোম্পানি। বাজারে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পডকাস্ট ক্রিয়েশন টুল নিয়ে এসেছে স্পটিফাই। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে সহজেই পডকাস্ট তৈরি করতে পারবে। খবর ৯টু৫ম্যাক।
প্রাথমিকভাবে নিউজিল্যান্ডভিত্তিক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মোবাইল অ্যাপে পডকাস্ট ক্রিয়েশন টুলটি চালু হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য দেশের ব্যবহারকারীর জন্যও টুলটি উন্মুক্ত হবে বলে জানায় সুইডেনের স্টকহোমভিত্তিক কোম্পানিটি।
বর্তমানে স্পটিফাইয়ের মতো অডিও স্ট্রিমিং প্লাটফর্মে যারা পডকাস্ট তৈরি ও প্রকাশ করতে চান, তাদের জন্য তৃতীয় পক্ষীয় টুল ব্যবহার করে স্পটিফাই। এজন্য স্পটিফাইয়ের আলাদা একটি অ্যাপও রয়েছে, যেটি অ্যাংকর নামে পরিচিত। স্পটিফাইয়ের পরবর্তী আপডেট এলে পডকাস্ট রেকর্ড ও প্রকাশের জন্য ব্যবহারকারীকে আলাদা কোনো টুল ব্যবহার করতে হবে না।
স্পটিফাই নিউজিল্যান্ডের একটি টুইট নিজস্ব টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন অ্যাংকরের সহপ্রতিষ্ঠাতা মাইকেল মিগন্যানো।
ওই পোস্টে তিনি বলেছেন, পডকাস্ট নির্মাতাদের জন্য নতুন একটি টুল পরীক্ষা করছে স্পটিফাই, যা প্লাটফর্মটির মূল অ্যাপে পাওয়া যাবে। নতুন এ টুলের মাধ্যমে কোনো বাড়তি টুল বা হার্ডওয়্যারের প্রয়োজন ছাড়াই নিজস্ব পডকাস্ট প্রকাশ করতে পারবেন নির্মাতা।
নতুন স্পটিফাই পডকাস্ট টুলটির সুবিধা সবাই আপাতত না পেলেও এ টুল কীভাবে কাজ করবে সেটির একটি ভিডিও শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। স্পটিফাইয়ের মূল অ্যাপে একটি প্লাস বাটন থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারী গান ও পডকাস্ট শুনতে পারবেন। ওই বাটন চাপলে রেকর্ড পডকাস্ট নামে নতুন একটি অপশন দেখতে পাবেন ব্যবহারকারী। এসব পডকাস্ট এককভাবে বা একাধিক ভাগে বিভক্ত করে রেকর্ড করা যাবে।
পডকাস্ট রেকর্ড হওয়ার পর নির্মাতাকে অডিও কাটাকাটি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার মতো একাধিক অপশন দেখাবে অ্যাপটি। এরপর পডকাস্টের একটি নাম দিয়ে এবং কভার আর্ট যোগ করে স্পটিফাইয়ের মাধ্যমে পডকাস্টটি বিশ্বকে শোনাতে পারবেন ব্যবহারকারী। স্পটিফাইয়ের নতুন এ পডকাস্ট টুল অন্যান্য দেশে কবে নাগাদ আসবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য শেয়ার করেনি অডিও স্ট্রিমিং জায়ান্টটি।
উল্লেখ্য, গত জুনে নতুন অডিওবুক তৈরির পরিকল্পনা ঘোষণা দিয়েছিল স্পটিফাই। অডিওবুক প্লাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের এক বছর পর স্পটিফাইয়ের পক্ষ থেকে ঘোষণাটি আসে। লেখকদের কাজ তৈরি, সরবরাহ ও আয় করার সুবিধা দিয়েছে প্লাটফর্মটি।