এমথ্রি চিপযুক্ত আইম্যাক আনবে অ্যাপল, থাকবে বিশেষ কিছু ফিচার

২০২১ সালের মার্চে আইম্যাক প্রোর উৎপাদন স্থগিত করে দিয়েছিল অ্যাপল। সে সময় ডিভাইসটির উৎপাদন কার্যক্রম বন্ধের অন্যতম কারণ ছিল এতে ব্যবহূত ইন্টেলের প্রসেসর। পাশাপাশি ডিভাইসটির গ্রহণযোগ্যতাও ছিল না। সম্প্রতি এমথ্রি চিপসংবলিত নতুন আইম্যাক প্রো বাজারজাতের সংবাদ প্রকাশ্যে এসেছে।

ব্লুমবার্গ পাওয়ার নিউজলেটারের মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, বর্তমানে অ্যাপল দুটি নতুন মডেলের আইম্যাক উৎপাদনে কাজ করছে, যা প্রতিষ্ঠানটির ডেস্কটপ ক্যাটাগরিতে পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে বাজারে আসবে। এছাড়া নতুন আইম্যাক প্রো ডিভাইসে অ্যাপল তাদের এমথ্রি চিপসেট ব্যবহার করবে। যেটি আগেরগুলোর তুলনায় আরো শক্তিশালী ও কার্যকর।

২০২১ সালে এমওয়ান চিপসংবলিত প্রথম আইম্যাক বাজারে উন্মোচিত হয়। বর্তমানে এ ক্যাটাগরিতে নতুন সংযোজনের অংশ হিসেবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি নতুন উদ্যোগটি নিয়েছে। কবে নাগাদ নতুন চিপ ও ডিভাইস বাজারে আনা হবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির আইম্যাক ফ্র্যাঞ্চাইজির পরবর্তী লাইনআপ হিসেবে এগুলোর উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নতুন ডিজাইনের আইম্যাকগুলোর মধ্যে মূল ভার্সনটি ২৪ ইঞ্চির এবং ২৭ ইঞ্চির আরেকটি ভার্সন থাকবে। তবে নতুন আইম্যাক প্রো ডিভাইসগুলোর ডিজাইনই যে শুধু পরিবর্তন করা হবে তা নয়। এর পাশাপাশি অন্যান্য ফিচারেও পরিবর্তন আনা হবে।