আয় বাড়লেও স্মার্টফোন বিক্রি কমেছে স্যামসাংয়ের, বিস্তারিত জানুন

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের আয় ১৫ শতাংশ বেড়েছে। মেমোরি চিপ ও সার্ভারের চাহিদা বৃদ্ধিতে এপ্রিল-জুন প্রান্তিকে ২০১৮-পরবর্তী সর্বোচ্চ আয় হয়েছে। তবে স্মার্টফোন বিক্রি থেকে আয় কমেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির। খবর রয়টার্স।
ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রেফিনিটিভ স্মার্টএস্টিমেটে বলা হচ্ছে, দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপ বিক্রেতা কোম্পানির আয় হয়েছে ১৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ১২০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে যেখানে স্যামসাংয়ের আয় হয়েছিল ১২ দশমিক ৫৭ ট্রিলিয়ন ওন।
চিপ বিক্রি থেকে স্যামসাংয়ের আয় ৪৯ শতাংশ বেড়ে ১০ দশমিক ৩ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির মোট আয়ের অর্ধেকের মতো এসেছে চিপ খাত থেকে। মেমোরি চিপের চাহিদা বৃদ্ধির দিকে ইঙ্গিত দিয়ে ক্যাপ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক পার্ক সুং-সুন বলেন, বিস্তৃত ক্লাউড পরিষেবার চাহিদা পূরণে স্যামসাংয়ের মেমোরি চিপের মজুদ বাড়াচ্ছে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন গুগল। তবে ২০১৮ সালের তুলনায় এ কোম্পানিগুলোর চিপের মজুদ তুলনামূলক কম বলে জানান পার্ক। সার্ভারের শক্তিশালী চাহিদার ওপর ভর করে তৃতীয় প্রান্তিক নিয়ে বেশ আশাবাদী ফক্সকন। সম্প্রতি পুরো বছর নিয়ে আয়ের ইতিবাচক পূর্বাভাস দিয়েছে চুক্তিভিত্তিক এ আইফোন নির্মাতা কোম্পানি। তবে স্মার্টফোন, পিসি ও গাড়ির চাহিদা হ্রাসে বিশ্বজুড়ে চিপ নির্মাতা কোম্পানিগুলোর বিক্রি কমেছে।
সাংহাই, কুনশান ও বেইজিংসহ চীনের বেশ কয়েকটি শহরে কয়েক মাসব্যাপী লকডাউনে কারখানা কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে যন্ত্রাংশ স্বল্পতা ও সরবরাহ চেইন সংকট দেখা দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ এ অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধিতে স্মার্টফোন, টিভি, হোম অ্যাপ্লায়েন্সসহ অন্যান্য ভোক্তাপণ্যের চাহিদা কমেছে। ইউক্রেন যুদ্ধ, উচ্চমূল্যস্ফীতির ফলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য প্রধান অর্থনীতিতে মন্দার আশঙ্কা করা হচ্ছে। এতে ভোক্তারা অগুরুত্বপূর্ণ পণ্য ক্রয় কমিয়ে দিচ্ছে।
গত সপ্তাহে আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রন টেকনোলজিস। চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বিক্রি আগের পূর্বাভাসের চেয়ে কম হতে যাচ্ছে, এমন পূর্বাভাস শীর্ষস্থানীয় মেমোরি চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানটির।
ভোক্তা চাহিদা হ্রাসের ফলে দ্বিতীয়ার্ধে প্রায় সব স্মার্টফোন বিক্রেতা কোম্পানিরই বিক্রি কমবে। সিএনবিসিকে দেয়া সাক্ষাত্কারে মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রা বলেন, চলতি বছরে স্মার্টফোন বিক্রি গত বছরের চেয়ে ৫ শতাংশ কমতে পারে। যদিও চলতি বছরে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল স্মার্টফোন বিক্রি আগের বছরের চেয়ে ৫ শতাংশ বাড়বে। মাইক্রনের পূর্বাভাস, চলতি বছরে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি গত বছরের চেয়ে ১০ শতাংশ কমতে পারে।
কিছু পিসি ও স্মার্টফোন নির্মাতা কোম্পানি এরই মধ্যে গ্রাহক চাহিদার ওপর দাঁড়িয়ে তাদের মজুদ সমন্বয় করছে বলে জানান মেহরোত্রা। মাইক্রন সিইও আরো বলেন, সংখ্যার অংকে দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বিক্রি কমতে পারে ১৩ কোটি ইউনিট। এছাড়া পিসি বিক্রি কমবে তিন কোটি ইউনিট।
ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স বলছে, গত মাসে প্রযুক্তি ডিভাইস ও সার্ভারে ব্যবহূত কিছু ডির্যাম চিপের দাম ১২ শতাংশ কমেছে। গত মাসে স্যামসাংয়ের মোবাইল ব্যবসার মুনাফা ১৭ শতাংশ কমে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ওনে দাঁড়াচ্ছে।
ট্রেন্ডফোর্স জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি হয়েছে ৬ কোটি ১০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ ইউনিট। জানুয়ারি-মার্চ প্রান্তিকে যেখানে স্মার্টফোন বিক্রি হয়েছিল ৭ কোটি ৪০ লাখ ইউনিট।
বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি ১৮ শতাংশ কমেছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষক সংস্থা গার্টনার।