স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার AI -এর নজর! চুরি করলেই হাতে নাতে ধরবে নতুন প্রযুক্তি

স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠে আসার পর, এবার কারচুপি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্য সাথী কার্ড সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তার উপর নজরদারি চালানোর জন্য অত্যাধুনিক এই এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।

এই প্রযুক্তির মাধ্যমে, কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়া রিপোর্ট বা জাল কাগজপত্র তৈরি করলে তা তৎক্ষণাৎ ধরা পড়বে। স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গেছে, স্বাস্থ্য সাথী প্রকল্পের একাধিক অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে, রোগী হয়তো সামান্য শরীর খারাপ নিয়ে কোনও বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন, অথচ কার্ডে দেখানো হয়েছে একাধিক রোগের চিকিৎসার দরুন তাঁর জন্য কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। একইভাবে, রোগী ছুটি হয়ে যাওয়ার পরও খাতায় কলমে অনেকসময় অতিরিক্ত আরও কদিন ভর্তি দেখানো হয়।

অনেকসময় ফটোশপের সাহায্যে ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগও ওঠে। এই সকল ক্ষেত্রে সহজেই কারচুপি ধরে ফেলবে নতুন এই প্রযুক্তি।

এই পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পে স্বচ্ছতা আনতে এবং রোগীদের সুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।