এই মাসে আসছে শাওমি ১২ আল্ট্রা, জেনেনিন বিস্তারিত

২০২১ সালের ডিসেম্বরে শাওমি ১২ সিরিজের প্রথম স্মার্টফোনটি বাজারে উন্মোচন করা হয়। এ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসটি এখনো বাজারে আনা হয়নি। এই মাসেই শাওমি ১২ আল্ট্রা বাজারজাতের কথা জানিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
বাজারজাতের আগে ডিভাইসটির বেশকিছু বৈশিষ্ট্যের তথ্য প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিভাইসের বড় চমক হচ্ছে এর ক্যামেরা। শাওমি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন জানান, নতুন মডেলটি যৌথভাবে তৈরি করবে শাওমি ও লেইকা। এতে মোবাইলের ক্যামেরা আরো উন্নত হবে বলেও দাবি করেন তিনি।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিভাইসের পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে সুপার বটম মেইন ক্যামেরার পাশাপাশি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাও থাকবে। এছাড়া স্মার্টফোনটির প্রধান ক্যামেরায় অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ফিচারও থাকবে। এতে লেইকা ন্যাচারাল কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসহ নানা ধরনের ফিল্টার থাকবে।
উইবো লিকস্টারের ডিসিএস জানায়, আগামী মাসে স্মার্টফোনটি বাজারে আসতে পারে। প্রধান ক্যামেরায় প্রায় ১ ইঞ্চির একটি ২০০ মেগাপিক্সেল আউটসোল সেন্সর, ১৬৫ গিগাহার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে ও চিকন বেজেল থাকবে। যার কারণে ভিউয়িং অভিজ্ঞতায় নতুনত্ব আসবে। স্মার্টফোনটিতে ২০০ ওয়াটের চার্জার থাকলেও এটি ১০০ ওয়াটের বেশি চার্জিং সাপোর্ট করবে না।
প্রসেসর হিসেবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে কোয়ালকমের হালনাগাদকৃত স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হতে পারে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৪ ন্যানোমিটার প্রসেসিং নোডের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। এর কার্যকারিতা বেশি হলেও প্রসেসরটি অধিক শক্তি ব্যবহার করে বলে জানা গেছে।