ভিডিওকে রিলসে রূপান্তরে কাজ করছে ইনস্টাগ্রাম, বিস্তারিত জানতে পড়ুন

ফিডে শেয়ার বা আপলোড করা ভিডিওকে রিলসে রূপান্তর করতে কাজ করছে মেটা মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। খবর ইটিটেলিকম।

প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপে ভিডিওকে আরো সহজ করতে ইনস্টাগ্রাম যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটি বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে বিশ্বের নির্ধারিত কিছু ব্যবহারকারীর মাধ্যমে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে।

ই-মেইল বার্তায় মেটার একজন মুখপাত্র জানান, ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরো সহজ ও উন্নত করতে আমরা বর্তমানে ফিচারটি পরীক্ষা করছি। নতুন ফিচারটির বিষয়ে টুইটারে স্ক্রিনশট পোস্ট করেছেন সোস্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা। স্ক্রিনশটের তথ্যানুযায়ী, যারা বর্তমানে ফিচারটি ব্যবহার করছে তারা অ্যাপে একটি মেসেজ দেখতে পারবেন। যেখানে ভিডিও পোস্টগুলোকে রিলস হিসেবে শেয়ার করা হয়েছে বলে জানানো হবে।

প্রতিবেদনে বলা হয়, যদি কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট পাবলিক হয় এবং পোস্ট করা কোনো ভিডিও রিলসে পরিণত হয়, তাহলে প্লাটফর্মে থাকা অন্যরা সেটি খুঁজে পাবে এবং অরিজিনাল অডিও ব্যবহারের মাধ্যমে নতুন রিলস তৈরি করতে পারবে। তবে অ্যাকাউন্ট প্রাইভেট থাকলে শুধু ফলোয়াররা সেটি দেখতে পারবেন। একবার কোনো রিল পোস্ট করা হলে অন্য ব্যবহারকারীরা অডিও ব্যবহারের মাধ্যমে রিমিক্স ক্লিপ তৈরি করতে পারবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।