Google Photos-এ ডিলিট হওয়া ছবি WhatsApp-র মাধ্যমে পুনরুদ্ধার করার উপায়, জেনেনিন সহজেই

গল ফটোস একটি দুর্দান্ত ছবি সংরক্ষণের অ্যাপ। কিন্তু, ভুলবশত যদি কোনও গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে যায়, তাহলে মন খারাপ হয়ে যায়। তাই, আজ জেনে নিই গুগল ফটোসে ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধার করার উপায়।

ট্র্যাশ বিন চেক করুন

গুগল ফটোস থেকে কোনও ছবি ডিলিট করলে তা স্থায়ীভাবে ডিলিট হয় না। বরং, এটি ট্র্যাশ বিনে চলে যায়। 60 দিন পর্যন্ত ছবিগুলো ট্র্যাশ বিনে থাকে। এই সময়ের মধ্যে আপনি চাইলে ছবিগুলোকে পুনরুদ্ধার করতে পারেন বা একেবারে ডিলিট করে দিতে পারেন।

ট্র্যাশ বিন থেকে ছবি পুনরুদ্ধার করতে, গুগল ফটোস অ্যাপটি খুলুন। এরপর, Library ট্যাব থেকে Trash ট্যাবে যান। এবার, যে ছবিগুলো আপনি পুনরুদ্ধার করতে চান সেগুলো সিলেক্ট করুন। তারপর, Restore বোতামে ক্লিক করুন।

ট্র্যাশ বিনে না পেলে

60 দিন পরও যদি ট্র্যাশ বিনে ছবি না পান, তাহলে গুগল ড্রাইভে খোঁজুন। ছবির নাম বা কিওয়ার্ড দিয়ে সার্চ করুন। এছাড়া, ফোনের গ্যালারিতেও ছবিগুলো আছে কিনা সার্চ করুন।

হোয়াটসঅ্যাপে খুঁজুন

হোয়াটসঅ্যাপে ছবি আদান-প্রদান করা হয়। তাই, হোয়াটসঅ্যাপে ছবি খুঁজতে পারেন। হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে Storage and Data অপশনে ক্লিক করুন। এরপর, Manage Storage অপশনে ক্লিক করুন। এখানে ছবি এবং ভিডিও সব দেখা যাবে।

পাশাপাশি নিচে পর পর চ্যাটের তালিকাও থাকবে। সেখানে ক্লিক করে ওই ইউজারের সঙ্গে কী কী ছবি ও ভিডিও শেয়ার করেছেন তা খুঁজে পেয়ে যাবেন। হয়তো সেখানেই মিলতে পারে মুছে ফেলা ছবি।

ছবি হারানোর ঝুঁকি কমাতে

গুগল ফটোসে ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধার করার উপায় জানা থাকলে, ছবি হারানোর ঝুঁকি কমে যায়। তবে, নিম্নলিখিত টিপসগুলো অনুসরণ করলে ছবি হারানোর সম্ভাবনা আরও কমে যাবে:

সবসময় অটোমেটিক ব্যাকআপ অন রাখুন। এতে আপনার ছবি নির্দিষ্ট সময় অন্তর ব্যাকআপ হবে।
গুগল ফটোসে ‘Archive’ এবং ‘Lock’ অপশন ব্যবহার করুন। যেখানে পছন্দের ফটো সুরক্ষিত রাখতে পারবেন।
ফোনের গ্যালারিতে সেভ রাখুন। আলাদা ফোল্ডার তৈরি করুন। এবং ট্র্যাশ বিন যাচাই করুন।