এমটু চিপের একাধিক ডিভাইস আনবে অ্যাপল, জেনেনিন অবশ্যই

নিজস্ব উৎপাদিত এমটু চিপ-সংবলিত একাধিক ডিভাইস বাজারজাতের বিষয়ে কাজ করছে অ্যাপল। এসব ডিভাইসের মধ্যে আইফোন ১৪ সিরিজ, নতুন আইপ্যাড, তিনটি স্মার্টওয়াচ, রিফ্রেশড এয়ারপডস প্রো, নতুন হোমপড, উন্নত ম্যাকবুকসহ এআর ও এমআর হেডসেটও রয়েছে। খবর ইটিটেলিকম।

পারতপক্ষে এমটু চিপ অ্যাপলের অধিকাংশ পণ্যেই ব্যবহূত হবে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, এমটু ম্যাক মিনি, এমটু প্রো ম্যাক মিনি, এমটু প্রো/এমটু ম্যাক্স, ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এবং এমটু আল্ট্রা/এমটু এক্সট্রিম ম্যাক প্রোতে নতুন চিপ ব্যবহার করবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট।

চলতি বছরের শরতে এবং আগামী বছরের শুরুতে ডিভাইসগুলো বাজারজাত করা হবে বলে জানা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত বৈশ্বিক ডেভেলপার সম্মেলনে এমটু চিপ-সংবলিত নতুন দুটি ম্যাক উন্মোচন করেছে অ্যাপল।

অন্য এক বিবৃতিতে গুরম্যান জানান, এরই মধ্যে এমথ্রি প্রসেসর তৈরির কাজ শুরু করেছে অ্যাপল। আগামী বছর ১৩ ও ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ারে এ চিপ ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর শেষে অ্যাপল ১১ ও ১২ দশমিক ৯ ইঞ্চির আইপ্যাড প্রো মডেলে এমটু চিপ ব্যবহার করবে। পাশাপাশি তার পরের বা আরো দুই বছর পর ১৪ ও ১৫ ইঞ্চির আইপ্যাডও বাজারজাত করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।