ভুলে বন্ধ করা Tab ফিরিয়ে আনতে কি করবেন, জেনেনিন অবশ্যই

গুগল ক্রোম ভুলে বন্ধ করে দিলে অনেক সময়ই মাথার চুল ছেঁড়ার দশা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু লেখার পর যখন তা ফিরিয়ে আনা যায় না তখন নতুন করে টাইপ করা ছাড়া গতি থাকে না। মনের ভুলে বারবার ট্যাব বন্ধ করার অভ্যাস থাকলে কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন। এতে সময় ও শ্রম দুটোই বাঁচবে।

কি-বোর্ড শর্টকাটটি

উইন্ডোজ-চালিত কম্পিউটারে হারানো ট্যাব তাৎক্ষণিকভাবে ফেরত আনতে কন্ট্রোল+শিফট+টি চাপতে হবে। একাধিক ট্যাব আবারও খুলতে চাইলে শর্টকাটটি বারবার চাপতে হবে। এতে যেভাবে বন্ধ করা হয়েছিল সেই ক্রোমানুসারেই ট্যাবগুলো ফেরত আনা যাবে। আবার সর্ব ডানে থাকা ক্লোজ বাটনে যদি ক্লিক করেন, তবুও চিন্তা নেই।

ক্রোম ব্রাউজার চালু করে নতুন ট্যাব ওপেন করে একবার শুধু কন্ট্রোল+শিফট+টি চাপলেই হবে। এতে সব ট্যাব একবারে ফিরে আসবে।

সিস্টেম আপডেটের কারণে ব্রাউজার বন্ধ করতে হলে বা কম্পিউটার রিস্টার্ট নিলে এই কি-বোর্ড শর্টকাট কাজে লাগবে।

ব্রাউজার হিস্ট্রি

ক্রোম ব্রাউজারের হিস্ট্রিতেও বন্ধ করা ট্যাব খুঁজে পাওয়া যাবে। তবে এটা একটু সময়সাপেক্ষ পদ্ধতি। হিস্ট্রি অপশনটি পেতে হলে ব্রাউজারের ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে গিয়ে হিস্ট্রি অপশনটি বেছে নিতে হবে অথবা কন্ট্রোল+এইচ চাপতে হবে।

ট্যাব সার্চ

যে ট্যাবগুলো ওপেন করেছিলেন সেসবের তালিকা খুঁজে পেতে কন্ট্রোল+শিফট+এ চাপতে হবে। এতে ট্যাব সার্চের বক্সসহ সাম্প্রতিক সময়ে বন্ধ করা ট্যাবের তালিকা দেখা যাবে।

টাস্কবার

কম্পিউটার স্ক্রিনের নিচে থাকা টাস্কবারে ক্রোম ব্রাউজার পিনড করা থাকলে তাতে রাইট বাটন ক্লিক করতে হবে। এতে সবচেয়ে বেশিবার ভিজিট করা ও সাম্প্রতিক সময়ে বন্ধ করা ট্যাবের লিংক দেখা যাবে।