হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়মিত যুক্ত করছে নানান ফিচার। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। সেইসঙ্গে নিরাপত্তা আরও জোরদার করছে। এবার একাকীত্ব কাটাতে হোয়াটসঅ্যাপ হয়ে উঠবে ব্যবহারকারীর পরম সঙ্গী।
অবসরে হোয়াটসঅ্যাপে এআইয়ের সঙ্গে গল্প করতে পারবেন। চ্যাটজিপিটিকে ফোন! হ্যাঁ, যন্ত্রের সঙ্গে এবার কথা বলবে মানুষ। এমনই সুবিধা নিয়ে এলঘ মাইক্রোসফট সমর্থিত ওপেন এআই। নির্দিষ্ট একটি নম্বর আছে। যে নম্বরে ফোন করে ইউজাররা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজাররাই এআইয়ের সঙ্গে ফোনালাপের সুবিধা পাচ্ছেন। তারা প্রতি মাসে বিনামূল্যে ১৫ মিনিট ভয়েস কলিং করতে পারবেন।
এই নতুন পদ্ধতিতে খুব সহজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন ইউজাররা। বিশেষ করে যারা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে বিশেষ কিছু জানেন না, কথোপকথনের জন্য ফোনের মতো চিরাচরিত পদ্ধতির বাইরে বেরতে পছন্দ করেন না, তাদের জন্য এটা আশীর্বাদস্বরূপ। তবে কোম্পানি স্পষ্ট জানিয়েছে, যারা উন্নত ফিচার চান, তাদের প্রচলিত চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির নম্বরটা হলো ১-৮০০-২৪২-৮৪৭৮। ওপেনএআই জানিয়েছে, এই নম্বরে শুধু ফোন করুন। তাহলেই এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। পুরোনো ফোন এবং ল্যান্ডলাইন থেকেও এই নম্বরে ফোন করা যাবে।
হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। এতে মেসেজ পাঠানোর জন্য ইউজারকে ১-৮০০-২৪২-৮৪৭৮ নম্বরটি লিখতে হবে। অর্থাৎ এই নম্বরই প্রাপক। এরপরই চ্যাটজিপিটির সঙ্গে বার্তালাপ করতে পারবেন ইউজার। যদিও ওই ফিচার এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে। তবে শিগগির এটি সব ব্যবহারকারীদের জন্য আসবে বলে জানিয়েছে সংস্থা।
সূত্র: দ্য ভার্জ