স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি-ভিডিও কোথায় যায়? জেনেনিন সেই গোপন তথ্য

কম্পিউটারের মতো স্মার্টফোনেও ছবি, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের ফাইল ডিলিট করা যায়। কম্পিউটারে ডিলিট করা ফাইল গিয়ে জমা হয় রিসাইকেল বিনে। চাইলে এই বিন থেকে ডিলিট করা ফাইল ফিরিয়ে আনা যায়।

অনেকের মনেই প্রশ্ন, স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি-ভিডিও কিংবা ফাইল কোথায় যায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ফোন থেকে ডিলিট করা ফাইল মেমোরিতেই জমা থাকে। তবে সিস্টেমে দেখাবে যে মেমোরিতে জায়গা খালি হয়েছে।

যখনি নতুন ডেটা আসবে ওই পুরোনো ডেটার জায়গায় প্রতিস্থাপন হয়ে যাবে। আর ডেটা রিকভারি এভাবেই কাজ করে যদি আপনি নতুন ডেটা দ্বারা পরিবর্তন না করেন তাহলে রিকভারি টুল দিয়ে মুছে যাওয়া ডেটা ফেরত আনা সম্ভব।

এজন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ইনস্টল করতে পারেন। ফোনে ডিলিট করা ফাইল এসব অ্যাপস দিয়ে রিকভারি করে নিতে পারেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy