
বর্তমান ইন্টারনেট ও অ্যাপের যুগে এক ক্লিকেই সারা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। এবার সেই অ্যাপের সাহায্যেই গাছে জল দেওয়ার ব্যবস্থা করে তাক লাগিয়েছেন বর্ধমান শহরের সনৎকুমার সিংহ। তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখার অফিস সুপারিনটেন্ডেন্ট এবং প্রযুক্তির সাহায্যে তাঁর বাড়ির ছাদে তৈরি করেছেন এক অভিনব ‘ওয়াইফাই স্মার্ট বাগান’।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
সনৎকুমার জানান, তাঁর বাড়ির ছাদে প্রায় ৪০০-এর কাছাকাছি গাছ আছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ফল, ফুল এবং সবজি। আলু, পিঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, ক্যাপসিক্যাম— সবই রয়েছে তাঁর ছাদ ও বাগানে। এত গাছের যত্ন নেওয়া এবং নিয়মিত জল দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল, বিশেষ করে যখন তিনি কাজের জন্য বাইরে থাকেন। এই সমস্যার সমাধান করতেই তিনি প্রযুক্তির সাহায্য নেন।
প্রথমে তিনি ছাদের বাগানকে ওয়াইফাই ব্যবহার করে স্মার্ট বাগানে পরিণত করেন। ছাদে একটি রাউটার বসিয়ে তার সঙ্গে ওয়াইফাই ডিভাইস যুক্ত করেন এবং সেই ডিভাইসকে মোবাইল অ্যাপের সঙ্গে সংযুক্ত করেন। এরপর মোবাইল অ্যাপের মাধ্যমে রাউটার ও পানির পাম্পকে সংযোগ করানো হয়। পাম্পের পাইপ লাইন প্রত্যেকটি টবের সঙ্গে যুক্ত করে অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কমান্ড দিলে স্বয়ংক্রিয়ভাবে গাছে জল পৌঁছে যায়।
চার বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনা
সনৎকুমার জানান, গত চার বছর ধরে তিনি এই পদ্ধতি ব্যবহার করছেন এবং এতে গাছের যত্ন নেওয়া অনেক সহজ হয়ে গেছে। তাঁর এক বন্ধু, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শোভরাজ মল্লিক, এই প্রকল্প বাস্তবায়নে সাহায্য করেছেন।
আজকাল মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান বা এসি চালানো সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সনৎকুমার বিশ্বাস করেন, ভবিষ্যতে তাঁর এই উদ্ভাবনী প্রযুক্তি ঘরে ঘরে কাজে লাগানো হবে এবং অনেকেই এর সুবিধা নিতে পারবেন।