মেসেঞ্জারে কাকে মেসেজ করার অনুমতি দেবেন, এবার থেকে নিয়ন্ত্রণ করুন নিজেই

বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে অবাধ বিচরণের ফলে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে, যা অনেক সময় অবাঞ্ছিত এবং বিরক্তিকর হতে পারে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি আপনার ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আপনার কাছে পৌঁছাবে না।

মেসেঞ্জারে আসা বার্তাগুলো নিয়ন্ত্রণের জন্য অ্যাপের সেটিংসের কিছু নির্দিষ্ট অপশন নির্বাচন করতে হবে। অবাঞ্ছিত মেসেজ আসা বন্ধ করতে বা সেগুলোকে নির্দিষ্ট ফোল্ডারে রাখতে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে আপনার স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন। ২. এবার অ্যাপের নিচের ডান দিকে থাকা আপনার প্রোফাইল আইকন বা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন। ৩. এরপর খুলে যাওয়া অপশন থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। ৪. সেটিংসে প্রবেশ করার পর স্ক্রল করে নিচের দিকে নামুন এবং ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ (Privacy and Safety) অপশন নির্বাচন করুন। ৫. ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশনের ভেতরে আপনি ‘হু ক্যান রিচ ইউ’ (Who Can Reach You) সেকশনটি দেখতে পাবেন। এর নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ (Message Delivery) অপশনে ট্যাপ করুন।

এখানে আপনি বার্তা আসা নিয়ন্ত্রণের জন্য তিনটি প্রধান ক্যাটাগরি দেখতে পাবেন এবং প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সেটিংস নির্বাচন করতে পারবেন:

  • ফ্রেন্ডস অব ফ্রেন্ডস (Friends of Friends): এই সেটিংসে আপনি নির্ধারণ করতে পারেন যে আপনার ফেসবুক বন্ধুদের বন্ধুরা (অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ডস, যারা আপনার ডিরেক্ট বন্ধু নয়) আপনাকে মেসেজ পাঠাতে পারবে কিনা এবং পাঠালে কীভাবে আসবে। আপনি চাইলে তাদের মেসেজগুলো সরাসরি চ্যাটে আসার অনুমতি দিতে পারেন অথবা মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে জমা হওয়ার জন্য নির্বাচন করতে পারেন। এ ছাড়া যদি আপনি এই ধরনের কারও কাছ থেকে মেসেজ পেতে না চান, তাহলে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ (Do Not Receive Request) অপশনে ট্যাপ করে দিন।

  • পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস (People On Your Facebook Groups): ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। এই সেকশন থেকে আপনি তাদের মেসেজ আসা নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি গ্রুপের সদস্যদের কাছ থেকে মেসেজ পেতে না চান, তাহলে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন। যদি আপনি চান যে বিভিন্ন গ্রুপের সদস্যরা আপনাকে সরাসরি মেসেজ পাঠাতে পারুক, তাহলে ‘চ্যাটস’ (Chats) অপশন নির্বাচন করুন। আর মেসেজগুলো সরাসরি ইনবক্সে না এসে শুধু ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা হোক, তা চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট’ (Message Request) অপশনে ট্যাপ করুন।

  • আদার্স অন মেসেঞ্জার (Others On Messenger): এই ক্যাটাগরি বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা আপনার ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও আপনার সঙ্গে যুক্ত নন। এই ধরনের সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ আপনার কাছে না পৌঁছানোর জন্য এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করে দিন।

এই সেটিংসগুলি ব্যবহার করে আপনি খুব সহজেই মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন এবং সেই বার্তাগুলো কোথায় আসবে, তা নির্বাচন করে নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারবেন এবং অবাঞ্ছিত মেসেজের ভিড় কমাতে পারবেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy