গোটা বিশ্বের মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে টার্গেট করে এক ইমেল পাঠিয়েছে রাশিয়া সংশ্লিষ্ট হ্যাকাররা। তাদেরকে একটি গ্রুপের আমন্ত্রণ পাঠিয়েছে সাইবার অপরাধ চক্রটি।
হোয়াটসঅ্যাপনির্ভর এ কৌশল ‘স্টার ব্লিজার্ড’ নামের এক হ্যাকিং ইউনিটের নতুন পদ্ধতির সঙ্গে মেলে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
‘স্টার ব্লিজার্ডে’র সঙ্গে রাশিয়ার গুপ্তচর সংস্থা ‘এফএসবি’র সম্পর্ক থাকার কথা বলেছে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বা এনসিএসসি। সংস্থাটি বলছে, এ সাইবার হামলার মাধ্যমে ‘যুক্তরাজ্য ও এর সমমনা রাষ্ট্রগুলোর রাজনীতিতে আস্থা নষ্ট করার’ চেষ্টা করেছে তারা।
মাইক্রোসফট এক ব্লগপোস্টে বলেছে, মার্কিন সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হামলাকারীর কাছ থেকে একটি ইমেইল পান ভুক্তভোগীরা। সেখানে কর্মকর্তাদের একটি কিউআর কোডে ক্লিক করার কথা ছিল। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছে হামলাকারীরা। আর কোডটি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে না নিয়ে তাদের অ্যাকাউন্টকে অন্য একটি ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ওয়েব পোর্টালের সঙ্গে যোগ করে।
“এর মাধ্যমে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ ও তাদের ব্যক্তিগত ডেটা চুরি করতে পারবে হ্যাকার,” বলেছে মাইক্রোসফট।
তবে টার্গেট করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে সফলভাবে ডেটা চুরি হয়েছে কি না তা জানায়নি মার্কিন এই টেক জায়ান্টটি।
মাইক্রোসফট বলেছে, নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন দেশের মন্ত্রী ও কর্মকর্তাদের টার্গেট করার পাশাপাশি এ সাইবার হামলায় রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইনকে সহায়তা করছে এমন কূটনীতিক, প্রতিরক্ষা নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক গবেষণার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁদে ফেলার চেষ্টা করেছে হ্যাকাররা।
কোম্পানিটি আরও বলেছে, হোয়াটসঅ্যাপনির্ভর এই হ্যাকিং ক্যাম্পেইন বন্ধ হয়েছে নভেম্বর মাসে।