বিশেষ: হোটেলের রুমে গোপন ক্যামেরা থাকলে সহজেই বুঝতে পারবেন, জেনেনিন কিভাবে?

কাজের জন্য কিংবা ঘুরতে গিয়ে আমাদের বিভিন্ন হোটেল বা রিসোর্টে থাকতে হয়। কিন্তু পুরুষদের জন্য যে কোনো জায়গায় থাকা সহজ হলেও নারীদের জন্য বাড়তি সতর্কতার প্রয়োজন আছে বটে। হোটেল রুম কিংবা শপিং মলের ট্রায়াল রুমে প্রতারকরা গোপন ক্যামেরা লাগিয়ে রাখে।

এসব গোপন ক্যামেরায় অপ্রস্তুত ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছে তারা। এটি শুধু নারীদের ক্ষেত্রেই হচ্ছে তা হয়, পুরুষদের বেলায়ও হতে পারে। এজন্য আপনি বাড়ির বাইরে যেখানেই থাকুন না কেন সেখানে কোনো গোপন ক্যামেরা আছে কি না তা নিশ্চিত হয়ে নিন।

এজন্য আপনি যে কাজগুলো করতে পারেন-
>> প্রথমে হোটেল কিংবা অপরিচিত কোথাও দীর্ঘ সময় অবস্থান করতে হলে প্রথমেই চারদিক ঘুরে দেখুন। বিশেষ করে সিলিং ফ্যান, আয়না, ঘড়ি, নাইট লাইট সহ সন্দেহজনক কিছু চোখে পড়লেই যাচাই করতে হবে। ক্যামেরা বসানো আছে কি না, নিশ্চিত হোন।

>> গোপন ক্যামেরা আছে কি না তা বুঝতে প্রথমেই ঘরের সব আলো নিভিয়ে দিন। এবার অন্ধকারের মধ্যেই চারদিকে তাকান। কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে। এগুলো মিটিমিটি জ্বলতেও পারে।

>> বাথরুমের হুক বা জামা কাপড় রাখার হ্যাঙার ভালো করে দেখুন। হ্যাঙারে ক্যামেরা লুকানো থাকতে পারে। ঘরের পর্দাগুলোও ভালো করে দেখে নিতে হবে। এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে।

>> এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেক ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy