টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় ইলোন মাস্ক, দেখেনিন আর কে কে আছেন তালিকায়?

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর ২০২৫ সালের “১০০ সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি” তালিকায় স্থান পেয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং জনপ্রিয় পডকাস্টার জো রোগান। বুধবার প্রকাশিত এ তালিকায় বিভিন্ন ক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে “লিডার্স”, “টাইটানস” ও “পাইওনিয়ার্স” শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।

ইলন মাস্ক: পঞ্চম স্থানে
“লিডার্স” বিভাগে পঞ্চম স্থানে রয়েছেন ইলন মাস্ক। টাইম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাইমন শুস্টার লিখেছেন, মাস্কের উত্থান “উল্কাপিণ্ডের মতো” এবং তিনি প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী। টেসলায় বৈদ্যুতিক গাড়ির বিপ্লব, টুইটার অধিগ্রহণ এবং স্পেসএক্সের মাধ্যমে মহাকাশ অভিযাত্রায় তার সাফল্য উল্লেখযোগ্য।

২০২৪ সালে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ২৯ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের “ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)”-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেডারেল আমলাতন্ত্র সংস্কারে তিনি ব্যাপক কর্মী ছাঁটাই ও কিছু বিভাগ বন্ধের উদ্যোগ নিয়েছেন, যা বিতর্ক সৃষ্টি করলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা কুড়িয়েছে।

জো রোগান: টাইটানস বিভাগে দশম
মার্কিন মিডিয়া জগতের বহুমুখী ব্যক্তিত্ব জো রোগান “টাইটানস” বিভাগে দশম স্থান দখল করেছেন। কৌতুক অভিনেতা, ইউএফসি ভাষ্যকার ও সাবেক টিভি হোস্ট হিসেবে তার খ্যাতি থাকলেও, পডকাস্টিং জগতে তার দ্য জো রোগান এক্সপেরিয়েন্স বিপ্লব সৃষ্টি করেছে। আমেরিকান টিভি ব্যক্তিত্ব মাইক রো লিখেছেন, “রোগান শুধু সাক্ষাৎকার নেন না, তিনি গভীর আড্ডায় মগ্ন হন। তার এই কথোপকথনের ধরনই লাখো মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।”

মার্ক জাকারবার্গ: টাইটানসে দ্বাদশ
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গ “টাইটানস” বিভাগে ১২তম স্থানে রয়েছেন। ড্রপবক্সের সিইও অ্যান্ড্রু হিউস্টন তার সম্পর্কে লিখেছেন, “জাকারবার্গ ভবিষ্যতের প্রযুক্তিতে সাহসী বিনিয়োগ করেন। ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি (এআর/ভিআর) প্রযুক্তিতে তার দূরদর্শিতা তাকে আলাদা করে তুলেছে।”

লিয়াং ওয়েনফেং: পাইওনিয়ার্সে একাদশ
চীনের এআই স্টার্টআপ ডিপসিক-এর সিইও লিয়াং ওয়েনফেং “পাইওনিয়ার্স” বিভাগে ১১তম স্থান অর্জন করেছেন। তার প্রতিষ্ঠান চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম চালু করে ফেব্রুয়ারিতে অ্যাপ স্টোরে শীর্ষস্থান দখল করে। গুয়াংডংয়ের এক গ্রামে বেড়ে ওঠা লিয়াং চীনের প্রযুক্তি খাতে নতুন উচ্চতা তৈরি করছেন।

টাইম-এর এ তালিকায় প্রযুক্তি, রাজনীতি, বিনোদন ও সমাজসেবায় বৈশ্বিক প্রভাব রাখা ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, যাদের কর্মকাণ্ড আগামী দিনগুলোতেও বিশ্বকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy