গেমারদের জন্য ইয়ারবাড আনলো নয়েজ, থাকছে বিশেষ সুবিধে

গেমারদের জন্য নতুন ইয়ারবাড আনলো নয়েজ। ভারতীয় জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ একের পর এক নতুন ইয়ারবাড আনছে বাজারে। এবার নয়েজ বাড অ্যারেও নামের একটি ইয়ারবাড এনেছে বাজারে। সংস্থার দাবি, গেমারদের জন্য বেশ উপযোগী হবে এটি।

নতুন ইয়ারবাডটিতে থাকছে অসংখ্য ফিচার। এর ডিজাইন ও লুকের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ম্যাট ফিনিশের করা হয়েছে। এই লেটেস্ট ইয়ারবাডগুলোতে ১৩ এমএম ড্রাইভার ব্যবহার করা হয়েছে। যাতে ব্যবহারকারী দারুণ কোয়ালিটির সাউন্ড শুনতে পান।

এছাড়াও ভালো কলিং কোয়ালিটির জন্য এএসি ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এতে নয়েজ ক্যানসেলেশন ফিচারও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি গান শুনুন, বা কথা বলুন, বাইরের কোনো শব্দই আপনার কানে আসবে না।

ফোনের সঙ্গে কানেক্ট করা জন্য ব্লুটুথ ভার্সন ৫.৩-এর সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি সহজেই এই ইয়ারবাডটিকে আপনার অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তার জন্য এই ইয়ারবাডে হাইপার সিঙ্ক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যাতে কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট হতে সমস্যা না হয়।

সম্পূর্ণ চার্জে, চার্জিং কেসসহ ৪৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাবেন। এতে ফাস্ট চার্জিং ফিচারও ব্যবহার করা হয়েছে। এছাড়াও
ইনস্টা চার্জের সাপোর্ট পাওয়া যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এটি ১০ মিনিট চার্জ করলে ১২০ মিনিট প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

IPX5 রেটিং প্রাপ্ত ইয়ারবাডটি পাওয়া যাবে চারকোল ব্ল্যাক এবং স্নো হোয়াইট রঙে। ইয়ারবাডটির দাম ভারতে ৭৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৫ টাকা। কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন নতুন ইয়ারবাডটি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy