এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। সব কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।
এবার আপনার ফোন কল থেকে শুরু করে মেসেজের উত্তর সবই দেবে এআই। নতুন একটি ফিচার আনছে গুগল, যার নাম ‘এআই রিপ্লাইজ’। উন্নত ভাষা মডেলের মাধ্যমে আপনার হয়ে কলারের সঙ্গে কথা বলবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। নতুন এআই রিপ্লাইজ ফিচারের মাধ্যমে কল স্ক্রিনের কার্যকারিতাকে আরও এক ধাপ এগিয়ে যাবে গুগল, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
তবে এই ফিচার পাওয়া যাবে শুধু গুগল পিক্সেল ফোনে। পরবর্তিতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে আসতে পারে। গুগল ফোন অ্যাপের লেটেস্ট বিটা ভার্সন থেকেও এই ইঙ্গিত মিলেছে। অনুমান করা হচ্ছে, গুগল এমন এআই চালিত প্রতিক্রিয়া নিয়ে কাজ করছে যা বুদ্ধিদীপ্তভাবে কলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
এআই রিপ্লাইজ কীভাবে কাজ করবে?
ধরুন, কেউ ফোন করল, আর ফোন সেটা স্ক্রিন করল, তাহলেই ও প্রান্ত থেকে যে কথা বলছে, তার বক্তব্যের উপর ভিত্তি করে উত্তর তৈরি করবে এআই।
তবে এআই-কে আগে থেকে কিছু শিখিয়ে রাখা হবে না। অর্থাৎ উত্তরের কোনো তালিকা থাকবে না, যেখান থেকে এআই নির্দিষ্ট কোনো বেছে নেবে। সে কলারের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া তৈরি করবে, যাতে গোটা বিষয়টা স্বাভাবিক লাগে, মানুষের উত্তরের মতো শোনায়।
জানা গিয়েছে, এজন্য জিমিন ন্যানো মডেল ব্যবহার করছে গুগল। বর্তমানে কল স্ক্রিনে উত্তরগুলো অনেকাংশেই যান্ত্রিক। যেমন বলতে পারে পরে ফোন করুন বা আর কিছু বলবেন?-এর মধ্যেই সীমাবদ্ধ। তবে অপরপাশ থেকে যদি আরও কথা চালিয়ে যায় তাহলেও চিন্তা নেই। এআই রিপ্লাইজ আরও জটিল পরিস্থিতি মোকাবিলা করতে পারবে বলেই দাবি করছে গুগল।
সূত্র: দ্য গার্ডিয়ান