আপনার বাথরুমের থেকেও বেশি নোংরা থাকে স্মার্টফোনে! তাই সুস্থ থাকতে পরিষ্কার করার সঠিক পদ্ধতি, জেনেনিন

আপনি বিশ্বাস করুন আর বা নাই করুন, তবে আপনার বাথরুমের থেকেও বেশি নোংরা হল আপনার ঝাঁ চকচকে স্মার্টফোনটিতে। আর ঠিক চকচক করছে বলেই আপনার মাথায় সেটি পরিষ্কার করার কথা আসে না। তবে সপ্তাহে ছুটির দিনটিতে যদি একবার স্মার্টফোন পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার মতো স্বাস্থ্যবান ব্যক্তি এই দুনিয়ায় আর কেউ হবেন না। তবে অধিকাংশ মানুষই স্মার্টফোন পরিষ্কার করেন ভুল ভাবে। ঠিকঠাক পদ্ধতিতে স্মার্টফোন পরিষ্কার করার টোটকা আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি। সময়ও লাগে খুবই কম, মাত্র কয়েক মিনিট।

চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার ফোন পরিষ্কার করার সঠিক পদ্ধতি-

  1. একটি নরম, সুতির স্বচ্ছ কাপড় নিয়ে ফোনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘষে নিন। খেয়াল রাখবেন, যাতে এমন ভাবে ঘষবেন যেন স্ক্র্যাচ না পড়ে।
  2. উষ্ণ জলে কয়েক ফোঁটা ডিশ সোপ দিয়ে দিন, তাহলেই আপনি ফোন পরিষ্কার করার তরল মিশ্রণটি বানিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাপক ভাবে কার্যকরী হতে পারে বাজারে উপলব্ধ একটি সেভেন্ত জেনারেশন ডিশ লিক্যুইড।
  3. আপনার ফোনের বিভিন্ন পোর্ট পরিষ্কার করতে ব্যাপক ভাবে কাজে লাগতে পারে একটি কাঠের টুথপিক। মেটাল কিছু জিনিস ব্যবহার করলে ফোনের ক্ষতি হতে পারে। আবার কটনের কোনও বস্তুও আপনার ফোনটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে, সবথেকে ভাল হল একটি কাঠের টুথপিক।
  4. এই সব উপকরণকে কাজে লাগিয়ে আপনার ফোনটি পরিষ্কার হতে সময় নিতে পারে মাত্র কয়েক সেকেন্ড। তবে হ্যাঁ, চার্জিং পোর্ট বা হেডফোনের জ্যাকটি পরিষ্কার করতে একটু বেশি সময় লাগতে পারে। কারণ, সেখানে কাঠের টুথপিক ব্য়বহার করে ধীরে ধীরে সাফ-সুতরো করার কাজটি করতে হয়।
  5. ফোন পরিষ্কার করার আগে প্রথমেই দুটি বিষয় নিশ্চিত করতে হবে। এক, যেন ফোনে হেডফোন যেন গোঁজা না থাকে বা ফোনটি যেন চার্জিংয়ে বসানো না থাকে। দুই, ফোনটি বন্ধ করে দিয়ে এবার পরিষ্কার করার কাজটি শুরু করুন।
  6. ফোনের ময়লা পরিষ্কার করলেন ঠিকই। কিন্তু যে ফোনটা সারাদিন ব্যবহার করছেন, আপনার সর্বক্ষণের সঙ্গী, সেটা জীবাণুমুক্ত করলে আপনিই আখেরে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। তাই আপনার পছন্দসই যে কোনও মিশ্রণ বা তরল ব্যবহার করুন, যা ফোনটিকে জীবাণু মুক্ত করতে পারে।

কাজটি যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ নয়। সময় কম লাগতে পারে ঠিকই, তবে অত্যন্ত সন্তর্পণে ফোনের প্রতিটা অংশ পরিষ্কার করতে হবে। কোনও সময় কোনও তরল বা মিশ্রণ সরাসরি আপনার ফোন স্প্রে করতে বা অন্য উপায়ে প্রয়োগ করতে যাবেন না। সব সময় কাপড়ে সেই মিশ্রণ ঢেলে তারপর সেটিকে ফোনে প্রয়োগ করুন। পাশাপাশি কমপ্রেসড এয়ার বা সংকুচিত বায়ু কোনও ভাবে ব্যবহার করবে না।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy