মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হল ‘ভুলে যাওয়া’, দিনের গুরুত্বপূর্ণ কোনো কাজ, কোনো বিশেষ তারিখ। আর এমন পরিস্থিতে সাহায্য করতেই সম্ভবত এসেছিল ‘স্টিকি নোট’। মনে রাখার জন্য দরকারি কিছু এ ছোট চিরকুটে লিখে সেঁটে দেওয়া যায় দেওয়ালে।
বর্তমানের ডিজিটাল দুনিয়ায় চলে এসেছে স্টিকি নোটের ডিজিটাল সংস্করণ। পিসির স্ক্রিনে এটি সহজেই যুক্ত করা যায় এই নোট। আইফোনেও রয়েছে এ সুযোগ।
কীভবে আইফোনে স্টিকি নোট যোগ করবেন সে বিষয়ে নির্দেশনামূলক এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।
স্টিকি নোট উইজেট ডাউনলোড করুন
স্টিকি নোট উইজেট-এর ফিচার প্রথম চালু হয় ‘আইওএস ১৪’ সংস্করণে।
শুরুতেই অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যের স্টিকি অ্যাপ উইজেট ডাউনলোড করুন। অ্যাপটি বাস্তবের স্টিকি নোটের কাছাকাছি অভিজ্ঞতা দেওয়ার মতো করে তৈরি।
হোম স্ক্রিনে যোগ করুন
স্টিকি নোট ফিচারটি আইফোনের উইজেটস থেকেই ব্যবহার করা যেতে পারে। অ্যাপটি ডাউনলোড করার পর আইফোনের হোম স্ক্রিনে যান। স্ক্রিনের একটি খালি অংশে চেপে ধরে রাখুন, এতে স্ক্রিন এডিটিং মোড চালু হবে।
স্ক্রিনের ওপরের বাম কোণায় ‘এডিট’ অপশন বেছে নিন। পরের মেনু থেকে ‘অ্যাড উইজেটস’ অপশনে চাপুন।
অ্যাপের তালিকা থেকে ‘অ্যাড উইজেট’ অপশন বেছে নিন।
এ পর্যায়ে তিনটি ভিন্ন আকারের উইজেটের প্রিভিউ দেখতে পারেন, ছোট, মাঝারি এবং বড়। একটি বেছে নিতে বাম বা ডান দিকে সোয়াইপ করুন। হোম স্ক্রিনে উইজেট যোগ করতে ‘অ্যাড উইজেট’ অপশনে চাপুন।
এরপর উইজেট সেইভ করতে স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘ডান’ অপশনটি বেছে নিন।
ব্যবহার করবেন কীভাবে?
উইজেট অ্যাড করা হয়ে গেলে এবার জেনে নেওয়া যাক ব্যবহারের নিয়ম। স্ক্রিনের উইজেটে ‘নিউ’ অপশনটি চেপে নতুন নোট যোগ করতে পারেন।
নোট টাইপ করে ‘ডান’ অপশন চেপে সেটি সেইভ করতে পারেন। তবে, এ পর্যায়ে হোম স্ক্রিনে ফিরে গেলে সরাসরি নোটটি দেখতে পারবেন না।
আলাদাভাবে নোট দেখতে উইজেটটির ওপর চেপে ধরে রাখুন, মেনু থেকে ‘এডিট উইজেট’ অপশন বেছে নিন।
পপ আপ মেনু থেকে ‘চুজ’ অপশনটি বেছে নিন। নিজের তৈরি করা নোটের একটি তালিকা দেখতে পারবেন। যে নোটটি হোম স্ক্রিনে দেখতে চান সেটি বেছে নিন।
এবার হোম স্ক্রিনে ফিরে গেলে বেছে নেওয়া নোট উইজেট অপশনের ওপর দেখা যাবে।
এ ছাড়া, একাধিক নোটও যোগ করা যাবে। একইভাবে উইজেট তৈরি করুন। এরপর নোটটি আগের নোটের ওপর টেনে আনলে সেগুলো জোড়া লেগে যাবে। সেখান থেকে ওপরে নিচে সোয়াইপ করে নোটগুলো দেখতে পারবেন।